ফেরার পথে তামিমের আরও একটি ধাপ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট করছিলেন মাহমুদউল্লাহ-লিটন দাস। গ্যালারির হাজার চারেক দর্শক একটু পর পর পেয়ে যাচ্ছেন উচ্ছ্বাসের উপলক্ষ। সেই কোরাস অবশ্য পাশেই একাডেমি মাঠে কান পাতলে শোনা যাচ্ছিল এক আধটু। তবে একজন যখন অখন্ড মনযোগে ব্যাট করে যাচ্ছেন নেটে। তামিম ইকবাল দলে নেই, তবে মাঠে ফেরার প্রস্তুতিটা শুরু করে দিয়েছেন পুরোপুরি। ব্যাট হাতে নিয়েছেন কদিন থেকেই, আজ পেস বল খেলাও শুরু করলেন পুরোপুরি।
ঘরের মাঠে একের পর এক টেস্ট হচ্ছে, আর তাতে তামিম দর্শক হয়ে আছেন। প্রথমে কব্জির চোট তাঁকে ছিটকে দিল জিম্বাবুয়ে সিরিজ থেকে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেরার মঞ্চটা যখন তৈরি, আবার পড়লেন পাঁজরের চোটে। চট্টগ্রামের পর মিরপুরেও ফেরা হলো না। তামিম অবশ্য এখন সেরে উঠেছেন অনেকটাই, ঝুঁকি নিতে চাননি বলেই মিরপুরে খেলেননি। আজ যখন মধ্যাহ্ন বিরতি চলছে, একাদশের বাইরে থাকা মোস্তাফিজুর –খালেদদের বলে বেশ কিছুক্ষণ ব্যাট করলেন। এর মধ্যে জুবায়ের হোসেন, রিশাদ হোসেনদের বলে স্পিনেও ঝালিয়ে নিচ্ছিলেন নিজেকে।
এর মধ্যে ওদিকে টেস্টের দ্বিতীয় সেশন শুরু হয়ে গেল। আলাউদ্দিন বাবু এরপর পেস করার দায়িত্ব নিলেন। সেখানে আবার এলেন তামিমের বিপিএল দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ সালাহউদ্দিন। জাতীয় দলের অনেকের গুরু এই কোচকে দেখে ব্যাটিং করার ফাঁকে কিছুক্ষণ কথাও বললেন তামিম।
শেষ করে এসেই তামিম জানতে চাইলেন দলের স্কোর। লিটন আউট হয়ে যাওয়ায় একটু আক্ষেপও করলেন। অনুশীলন কেমন হচ্ছে জানতে চাওয়ায় তামিমের কন্ঠে একটু অতৃপ্তি, ‘এখনও ব্যাটিংটা ঠিকমতো হচ্ছে না।’ আজ অবশ্য ব্যাটে-বলে ঠিকমতো টাইমিংটা বেশ কিছু শটেই হয়নি তামিমের। তবে সময় তো এখনও অনেকটা পড়ে আছে, ওয়ানডে সিরিজের আগে আরও সময় আছেন সপ্তাহখানেক। সামনে ৬ ডিসেম্বর বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার কথা। তামিমের আবার ২২ গজে ফেরার আরেকটু বড় ধাপ হবে সেটি। সবকিছু ঠিক থাকলে প্রায় তিন মাস পর আবারও বাংলাদেশের হয়ে দেখা যাওয়ার কথা তাঁকে।
তামিমের নিশ্চয় সেই দিনটির জন্য তর সইছে না। মাঠের বাইরে বসে থাকার যন্ত্রণা তো কম সইতে হয়নি!