• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মাশরাফি, থাকছেন তামিম

    প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মাশরাফি, থাকছেন তামিম    

    তামিম ইকবাল খেলছেন, কদিন আগেই অনুশীলনের ফাঁকে তা জানিয়েছিলেন। তবে মাশরাফি বিন মুর্তজার খেলাটা বড় চমকই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ডিসেম্বর বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। আর তাতে অধিনায়ক হিসেবে থাকছেন মাশরাফি বিন মুর্তজা।

    জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর থেকে আর মাঠে নামেননি মাশরাফি। এরপর রাজনীতির মাঠেই আছেন আলোচনায়, সামনের জাতীয় নির্বাচনে নড়াইল ২ থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তোলপাড়ও ফেলে দিয়েছেন। এখনও বোলিং অনুশীলন শুরু করেননি পুরোপুরি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিযে ফেরার প্রস্তুতিটা শুরু হয়ে যাবে আজ কালই। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেকে ঝালাই করে নেবেন মাশরাফি।

    মাশরাফি-তামিম ছাড়াও সেখানে আছেন জাতীয় দলের দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকারও। মোহাম্মদ মিঠুন, নাজমুল অপু, রুবেল হোসেন ও আরিফুল হকদের মতো জাতীয় দলের আরও কজন আছেন। আবার অনূর্ধ্ব ১৯ দলের মৃত্যুঞ্জয়, আকবর আলী্দের মতো একদম তরুণ খেলোয়াড়েরাও আছেন ১৩ জনের দলে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

    মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, মেহেদী হাসান রানা, নাজমুল ইসলাম অপু।