ওয়ানডে দলে ফিরলেন সাকিব-তামিম
টেট সিরিজে ধবলধোলাইয়ের স্মৃতিটা টাটকা। সাকিব আল হাসান আজ সংবাদ সম্মেলনে অবশ্য বললেন, ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও কঠিন পরীক্ষা দিতে হবে। তবে বাংলাদেশ আরও শক্তিশালী দল নিয়েই নামছে। জিম্বাবুয়ে সিরিজের পর ওয়ানডে দলে আবারও ফিরেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই ছিটকে গিয়েছিলেন তামিম। পাকিস্তানের সঙ্গে অঘোষিত সেমিফাইনালের আগে সাকিবও নেই। জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট, ওয়ানডে সবই মিস করেছিলেন দুজন। সাকিব ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজে অধিনায়ক হয়েও ফিরলেও তামিমকে অপেক্ষায় থাকতে হয়েছে। অবশেষে ওয়ানডে সিরিজে পূর্ণশক্তির দল পাচ্ছে বাংলাদেশ।
১৬ জনের দলে সেই অর্থে কোনো চমক নেই। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে সুযোগ পেয়েও কোনো করতে না পারায় অনুমিতভাবেই বাদ পড়েছেন ফজলে রাব্বি। আর তামিম ফেরায় ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাকি ১৪ জন আছেন অপরিবর্তিওই।
৯ ডিসেম্বর মিরপুরে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ১১ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডের পর ১৪ ডিসেম্বর সিলেটে খেলবে শেষ ওয়ানডে।
১৬ জনের দল
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আরিফুল হক।