• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে মিরাজ

    ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে মিরাজ    

    ৫৮ রানে ৭ ও ৫৯ রানে ৫ উইকেট নিয়ে মিরপুর টেস্টে ম্যাচসেরা হওয়া বাংলাদেশী অফস্পিনার মেহেদি হাসান মিরাজ আইসিসির টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৪ ধাপ। ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারানো টেস্টের এক ইনিংসে ৮০ রান করা সাকিব আল হাসানও এগিয়েছেন ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে। 

    বাংলাদেশের হয়ে ম্যাচসেরা বোলিং ফিগারের পর মিরাজের অবস্থান এখন ১৬-তে, যা তার ক্যারিয়ারসর্বোচ্চ। তার রেটিং পয়েন্ট এখন ৬৯৬, যেটিও ক্যারিয়ারে সর্বোচ্চ তার। মিরাজ এগুলেও একধাপ পিছিয়ে ২২-এ নেমে গেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। 

    সাকিব ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন সাত ধাপ, এখন আছেন ২১ নাম্বারে। ক্যারিয়ারসেরা ১৩৬ রানের ইনিংসের পর মাহমুদউল্লাহ এগিয়েছেন ১৫ ধাপ, তিনি আছেন ৪৮ নম্বরে। তবে মুমিনুল হক পিছিয়েছেন দুই ধাপ, মুশফিকের অবনতি হয়েছে সাত ধাপ। 

    ব্যাটিং ব্যর্থতায় অবনতি হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরও। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট সাত ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৩-এ, নয় ধাপ পিছিয়ে ৪৬-এ নেমে গেছেন রসটন চেজ। অবশ্য অনুমিতভাবেই উন্নতি হয়েছেন শিমরন হেটমায়ারের। ২৮ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৫২ নাম্বার অবস্থানে এসেছেন এই বাঁহাতি।