• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পাওয়েল

    ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক পাওয়েল    

    ইনজুরির কারণে বাংলাদেশ সফর শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। টেস্ট সিরিজে হোল্ডারের জায়গায় ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন ক্রেগ ব্রাথওয়েট। ওয়ানডে সিরিজের জন্য এবার নতুন অধিনায়ক ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। রোভমান পাওয়েলকে অধিনায়ক করে তিন ওয়ানডের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।

    ভারত সফরটা একদমই ভালো কাটেনি পাওয়েলের। পাঁচ ম্যাচে করেছিলেন মাত্র ৬১ রান। তবে টি-১০ লিগে পাওয়েল ছিলেন দারুণ ফর্মে, নর্দান ওয়ারিওরসের হয়ে করেছেন ১৭৭ রান, ফাইনালে তাঁর ২৫ বলে ৬১ রানের সুবাদেই শিরোপা জিতেছে দল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব থাকছে তাঁর কাঁধেই। ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দেবেন তিনি।

    এই সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ফিরছেন ড্যারেন ব্রাভো, দুই বছর পর ওয়ানডে খেলবেন তিনি। দলে আছেন রস্টন চেজ ও কার্লোস ব্রাথওয়েটও। বোর্ডের সাথে চুক্তি নিয়ে ঝামেলার কারণে  ভারতের পর বাংলাদেশেও আসছেন না ওপেনার এভিন লুইস।

    ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন মনে করেন, এই ওয়েস্ট ইন্ডিজ দল ভালো একটা লড়াই উপহার দেবে, ‘হোল্ডার না থাকলেও আমরা মনে করি এই দলটা ভালো লড়াই করতে পারে। বিশেষ করে যখন ব্রাভোর মতো ক্রিকেটার দলে ফিরছে। ব্রাভোর অভিজ্ঞতা দলের কাজে দেবে। একাদশে জায়গা পাওয়া নিয়েও সবাইকে লড়াই করতে হবে।’

    ৯ ডিসেম্বর ঢাকাতে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।