'টেস্ট খেলতে চাই না- কথাটা সম্পূর্ণ মিথ্যা'
ওয়ানডে বা টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই বাংলাদেশ দলের পেস আক্রমণের বড় ভরসা তিনি। এই বছরেই মাশরাফি বিন মুর্তজার পর মাত্র দ্বিতীয় পেসার হিসেবে ওয়ানডেতে পেয়েছেন ১০০ উইকেট। তবে টেস্টের সাদা পোশাক পরলেই বিবর্ণ হয়ে যান রুবেল হোসেন। টেস্ট খেলার ব্যাপারে রুবেলের মতো আরও কজন পেসারের আগ্রহ নেই, বাংলাদেশ দলেরই কয়েকটি সূত্র এমন একটি ধারণা দিয়েছে। তবে রুবেল আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের অনুশীলনে সরাসরি অস্বীকার করেছেন এই অভিযোগ।
কদিন আগেই পেসারদের নিয়ে একটু আক্ষেপ করেই কথাটা বলেছিলেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। দেশের মাটিতে মোস্তাফিজদের সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ নেই তাঁর, কিন্তু বিদেশে পেসারদের মধ্যে ভালো করার তাগিদটা যেন কমই দেখতে পেয়েছেন কোচ। সেই দায় কিছুটা হলেও রুবেলদের ওপর বর্তায়। এই বছর যেমন ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার পেস স্বর্গে বোলিং করে কোনো উইকেটই পাননি রুবেল। টেস্টে গড়টাও অন্তত ২০ টেস্ট খেলা বোলারদের মধ্যে সবচেয়ে বাজে, ৮০.৩৩।
প্রশ্ন উঠল, তাহলে টেস্টে খেলার ব্যাপারে যথেষ্ট নিবেদন নেই তাঁর? রুবেল অবশ্য সেই অভিযোগ আমলে নিতে চাইলেন না, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের কথা কারা বের করছে জানি না। আমি টেস্ট খেলতে চাইব না কীসের জন্য। এই ক্রিকেটই আমার রুটি রুজি। এটার ওপরেই আমি চলি। আমার পরিবার চলে। তাই না, এটার সাথে তো আমার প্রতারণা করার কিছু নেই। আমি জানি না এটা কারা বের করছে, বাট আমি কখনই বলি নাই আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না। ’
শুধু টেস্ট নয়, লম্বা সংস্করণের ক্রিকেটে খেলার ব্যাপারেও উৎসাহী নন, এমন অভিযোগও উঠল। রুবেল এবারও তা অস্বীকার করলেন, ‘না না এধরনের কিছু না। আমি বিসিএলে বোলিং করছি না? ম্যাচ খেলছি তো, আমি টেস্ট যদি উপভোগ না করতাম তাহলে আমি এটাকে এড়িয়ে চলে যেতাম। আমি এই জায়গায় ফাঁকি দেই না।’
আপাতত অবশ্য রুবেলকে ভাবতে হচ্ছে ওয়ানডে নিয়েই। টেস্টে কাজের কাজ স্পিনাররাই করেছেন, তবে ওয়ানডেতে মাশরাফি, মোস্তাফিজ, রুবেলরাই বড় ভরসা। রুবেলও তাকিয়ে আছেন সেদিকেই, ‘আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজ সফরেও পেসাররা ওয়ানডে জিতিয়েছে। সেই ক্ষমতা তাদের আছে। এই কন্ডিশনেও অবশ্যই জেতাতে পারবে, ওয়ানডেতে উইকেট স্পিন সহায়ক থাকবে না, যেভাবে টেস্টে ছিল। আর আমাদের যেই পেস বোলাররা আছে, এই কন্ডিশনে অবশ্যই ম্যাচ জেতাতে পারবো। ওয়ানডে ফরম্যাটটা সম্পূর্ণ আলাদা একটা ফরম্যাট। একদিনের খেলা, যারা যেদিন যত ভুল কম করবে তাঁরা তত ভালো খেলে। এটা চেইঞ্জ করার কিছু নাই। টেস্ট আর ওয়ানডেতে যেভাবে খেলে আসছি আমার কাছে মনে হয় ঠিকই আছে। ’