• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই আয়ারল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

    ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই আয়ারল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ    

    বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটা ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল বিসিবির সূত্র থেকে। এবার চূড়ান্ত হয়েছে সেই সিরিজের দিনক্ষণ, ৫ মে থেকে ১৭ মে পর্যন্ত হবে এই সিরিজ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের সঙ্গে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজও।

    সামনের বছরের শুরু থেকেই ব্যস্ত সময় কাটাবেন সাকিবরা। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা বিপিএল, সেটি শেষের সপ্তাহখানেক পর শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। ১৩ ফেব্রুয়ারি থেকে সেই সিরিজ চলবে ১৯ মার্চ পর্যন্ত, প্রথমবারের মতো নিউজিল্যান্ডে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর অবশ্য পুরো এপ্রিলে বাংলাদেশের সূচিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। মে থেকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। তার পর মের শেষ সপ্তাহে শুরু হয়ে যাবে বিশ্বকাপ। মূলত এই সিরিজটা বিশ্বকাপের আগের পূর্বপ্রস্তুতি, চ্যাম্পিয়নস ট্রফির আগে যেরকম একটা সিরিজ খেলেছিল বাংলাদেশ।