সিলেটের অধিনায়ক হচ্ছেন ওয়ার্নার
এই প্রথমবার বিপিএলে খেলতে আসছেন তিনি। সিলেট সিক্সার্সের হয়ে নিজের প্রথম মৌসুমে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগটাও পেয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা ওয়ার্নারের কাঁধেই দেওয়া হয়েছে সিলেটের অধিনায়কত্বের দায়িত্ব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর আইপিএলে অধিনায়কত্ব হারিয়েছিলেন ওয়ার্নার, বাদ পড়েছিলেন হায়দরাবাদের স্কোয়াড থেকেও। আইপিএলের আগামী মৌসুমে খেলার সুযোগ হারালেও কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। এবারের বিপিএলে সিলেট কিনেছে তাঁকে, নেপালের সন্দীপ লামিচানের পর ওয়ার্নারকেও সরাসরি কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গ্লোবাল টি-টোয়েন্টিতে উইনিপিগ হকসের হয়ে ওয়ার্নার করেছিলেন আট ইনিংসে ১০৯ রান। সিপিএলে সেন্ট লুসিয়ার হয়ে তিনি এই মৌসুমে করেছেন নয় ইনিংসে ২২০ রান।
গত মৌসুমে নাসির হোসেনের নেতৃত্বে বিপিএলে পঞ্চম হয়েছিল সিলেট। এবার ওয়ার্নারের নেতৃত্বে কি ভালো কিছু করে দেখাতে পারবে তাঁরা?