• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    'আমার মনে হয় না আমরা যা চাই মিরপুরের উইকেট তা দিতে পারবে'

    'আমার মনে হয় না আমরা যা চাই মিরপুরের উইকেট তা দিতে পারবে'    

    প্রতিবার যে কোনো সিরিজের আগে অবধারিতভাবে চলে আসে উইকেট প্রসঙ্গ। এবার ওয়ানডে সিরিজের আগে সেটি এলো একটু অন্যভাবে। বিশ্বকাপের যেহেতু বেশি দেরি নেই, কোন ধরনের উইকেটে খেললে প্রস্তুতি ভালো হবে সেই প্রশ্নও এলো। তবে মাশরাফি বিন মুর্তজা সরাসরিই বললেন, যে ধরনের উইকেটে খেলতে চান মিরপুরে তা অন্তত পাওয়া সম্ভব নয়।

    বিকেএসপিতে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে যেরকম উইকেটে খেলা হলো তাতে প্রশ্নটা আরও বেশি করে সামনে চলে আসছে। ফ্ল্যাট উইকেটে দুই দলই রান পেয়েছে, মিরপুরে সেটির গ্যারান্টি দেওয়া যায় না কোনো ভাবেই। এই বছর ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচেই এখানে ৩০০ ছাড়ানো স্কোর করতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু এমনিতে মিরপুরের ওয়ানডে উইকেট শট খেলার জন্য অনেকটাই কঠিন। এই উইকেটে তাই বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ভাবছেন না মাশরাফি, ‘আমার কাছে মনে হয় আমরা যা চাই এখানকার উইকেট সেটা দিতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মত। এই মাটিতে এটা অসম্ভব। ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড উইকেটের সঙ্গে মেলানো সম্ভব নয়। হয়তো চট্টগ্রাম কিংবা সিলেটে মিল পাওয়া যেতে পারে। কিন্তু মিরপুরে এটা সম্ভব নয়। আমাদের কিভাবে জেতা যায় ওইদিকেই ফোকাস থাকা জরুরি।’

    মাশরাফি বরং দুই মাস পর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের দিকেই তাকিয়ে আছেন বেশি করে, ‘আমার কাছে মনে হয় বিশ্বকাপের প্রস্তুতি নিউজিল্যান্ড থেকেই ভালোভাবে নেওয়া যাবে।  উইকেটে, কন্ডিশন, আউটফিল্ড সবকিছু মোটামুটি সিমিলার কন্ডিশন থাকবে। এখান থেকে যেটা ইতিবাচক হতে পারে, জিতে গিয়ে নিউজিল্যন্ডে আত্মবিশ্বাস নিয়ে যাওয়া। না হলেও যে ওখানে গিয়ে হেরে যাবো এটাও নাও। ’

    প্রশ্ন এলো মিরপুরের উইকেটে পেসারদের কতটা খেলানো হবে তা নিয়েও। মাশরাফি বলেই দিলেন, কাল তিন জন পেসার নিয়ে নামছেন তারা। সেক্ষেত্রে রুবেল হোসেন বা সাইফ উদ্দিনের যে কোনো একজন খেলার কথা। সেই কারণটাও ব্যাখ্যা করলেন, ‘ফল আপনার পক্ষে আসছে কিনা সেটা ম্যাটার করে। তিনজন ফাস্ট বোলার নিয়ে এমনকি ফ্ল্যাট উইকেটেও আমরা খেলেছি। আর ওয়ানডে ক্রিকেটে স্পিনের একটা অসুবিধা আছে কারণ ৪০ ওভার পর্যন্ত পাওয়ার প্লে থাকে। যখন পাঁচটা বোলার উপরে থাকে তখন স্পিনে মারা খুব সহজ। ফাস্ট বোলিং থাকলে হয় কি আপনি যেকোন এক জায়গা ব্লক করে বল করতে পারেন। ওয়ানডেতে আপনার শট খেলতে হবে, রান করতে চাইবে প্রতিপক্ষে যেই থাকুক। সেক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি না হলে স্পিনে ভালো করা কঠিন। সাকিব বা মিরাজ ভাল করছে, ভাল করছে না তা নয়। তবে আমাদের সাফল্যের হার ফ্ল্যাট উইকেটেও পেস বোলারদের বেশি। কাজেই ওদিকটা খেয়াল রাখা জরুরী। ’

    আভাস দিলেন, রুবেলেরই সুযোগ হতে পারে কাল, ‘ রুবেল জিম্বাবুয়ে সিরিজের আগে শারীরিক অসুস্থতা থেকে উঠে আসছিল। সে সুযোগটা সাইফুদ্দিন খুব ভাল কাজে লাগিয়েছে। আমি মনে করি রুবেল চেয়ে সবার থেকে আউটস্ট্যান্ডিং। এশিয়া কাপে ছিল। আমাদের ওটাও খেয়াল রাখতে হবে। রুবেল যেন তার সেরা জায়গা থেকে পিছিয়ে না যায়। একইসঙ্গে সাইফুদ্দিন তো শুরু করেছে সুতরাং ওকেও ... আসলে এরকম চিন্তা করেই ১৬ জনের দল রাখা।’