• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অজেয় হতে নয়, শিরোপা জিততে এসেছি: গার্দিওলা

    অজেয় হতে নয়, শিরোপা জিততে এসেছি: গার্দিওলা    

     

    প্রথম ১৫ ম্যাচে অপরাজিত ছিল তাঁরা। এই মৌসুমে লিগে ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ পেতে হয়েছে কালই। চেলসির কাছে ২-০ গোলে হেরেই থেমেছে সিটিজেনদের জয়রথ। হারের পর সিটি কোচ পেপ গার্দিওলা মনে করিয়ে দিলেন, ‘অজেয়’ হওয়া নয়, শিরোপা জেতাই তার প্রধান লক্ষ্য।

    গত মৌসুমে ১০০ পয়েন্ট পেয়ে শিরোপার জেতার পর এই মৌসুমেও সিটি ছিল অপ্রতিরোধ্য। ১৫ ম্যাচের মাঝে ১৩টিতেই জিতেছিল তাঁরা। অনেকেই বলছিলেন, এবার সিটি ধরে ফেলতে পারে আর্সেনালের সেই অপরাজিত থেকে লিগ জেতার কীর্তিটাও! শেষ পর্যন্ত চেলসি সেটা হতে দিল না।

    গার্দিওলা অবশ্য একটা হার নিয়ে খুব বেশি ভাবছেন না, ‘সবাই আমাকে বলেছিল, অপরাজিত থেকে মৌসুম শেষ করতে পারব কিনা। আমি বরাবরই বলে এসেছি এটা সম্ভব হবে না। আমরা এখানে অজেয় হতে আসিনি, চ্যাম্পিয়ন হতে এসেছি। আমরা প্রতিপক্ষের চেয়ে এক পয়েন্ট বেশি রেখে হলেও শিরোপা জিততে চাই। এই মুহূর্তে লিভারপুল আমাদের চেয়ে এগিয়ে আছে। তাদের ধরাই এখন আমাদের লক্ষ্য।’

    এবারের শিরোপা লড়াইটা অন্য যেকোনো মৌসুমের চেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেই বিশ্বাস গার্দিওলার, ‘এখন ডিসেম্বর মাস। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় লিভারপুল এবার শিরোপা জিততে পারে কিনা, আমি বলব পারে। টটেনহাম, আর্সেনাল, চেলসি সবাই এই দৌড়ে আছে। পৃথিবীতে এমন কোনো প্রতিযোগিতা নেই যেখানে শুধু একটা দলই জেতে। যখন আপনি খারাপ খেলবেন তখন হারবেন, আমরাও চেলসির সাথে খারাপ খেলেছি। তাঁরা আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল, তাদের অভিনন্দন জানাতে চাই এমন জয়ে।’ 

    আগামী ১৫ ডিসেম্বর এভারটনের বিপক্ষে জিতেই জয়ের ধারায় ফিরতে চাইবেন গার্দিওলা।