• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    চোট গুরুতর নয় লিটনের

    চোট গুরুতর নয় লিটনের    

    ম্যাচের দ্বিতীয় ওভারের তৃতীয় বল। ওশান টমাসের ইয়র্কার লেংথের বলটা লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ফ্লিক করতে গেলেন লিটন দাস, কিন্তু ব্যাট লাগল না বলে। দ্রুতগতির বলটা গিয়ে লাগল পেছনের পায়ের গোড়ালিতে। খোঁড়াতে খোঁড়াতে ক্রিজ পার করলেন লিটন, এরপরেই লুটিয়ে পড়লে মাটিতে। ফিজিও এসে খানিক পরীক্ষা করলেন, এরপর সংকেত দিলেন স্ট্রেচার আনার। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হলো লিটনকে। ৫ রানে গেলেন আহত অবসরে। পরে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, এক্সরের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে লিটনকে। 

    এক্সরে পরীক্ষার পর বড় একটা সুসংবাদ পেয়েছেন লিটন। কোনো চিড় নেই হাড়ে, ব্যথা কমলে এই ইনিংসেই ব্যাট করতে পারবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত কত নম্বরে নামেন, বা আদৌ নামার দরকার হবে কি না সেটাই এখন অপেক্ষা।