• বিপিএল ২০১৯
  • " />

     

    স্মিথের বিপিএলে অংশ নেওয়া অনিশ্চিত!

    স্মিথের বিপিএলে অংশ নেওয়া অনিশ্চিত!    

    স্টিভেন স্মিথকে দলে নিয়ে আসার ঘোষণা দিয়ে গত মাসেই চমকে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এখন জানা যাচ্ছে, নিয়ম বহির্ভূতভাবে স্মিথকে দলে ভেড়ানোয় তাঁর অংশ নেওয়া নিয়েই সংশয়!

    বল টেম্পারিং কেলেঙ্কারিতে এই বছর নিষিদ্ধ হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া দলের বাইরে আছেন স্মিথ। এবারের বিগ ব্যাশে তাঁর খেলা হচ্ছে না। আরেক নিষিদ্ধ ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে এর মধ্যেই নাম লিখিয়েছে সিলেট সিক্সারস। স্মিথকে দলে ভেড়ানোয় বিপিএলেই হতো প্রথম টুর্নামেন্ট, যেখানে ডি ভিলিয়ার্স, ওয়ার্নার, স্মিথ এই মৌসুমে প্রথমবারের মতো একসঙ্গে খেলছেন।

    কিন্তু সেই সম্ভাবনা নিয়ে এখন বেশ সংশয়। স্মিথকে কুমিল্লা ড্রাফটের বাইরে থেকে দলে নিয়েছে। সেজন্য তাদের ২ কোটি টাকা খরচ করতে হয়েছে বলে জানা গেছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের একটি সূত্রে। কিন্তু অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়কের নাম ড্রাফটে ছিল না। আর বিপিএলের নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে পরে কাউকে সরাসরি দলে ভেড়ানোর নিয়ম নেই। তবে বিপিএলের বিপণণ ও বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে বিপিএলের টেকনিক্যাল কমিটি অনুমোদন দিয়েছিল ব্যাপারটা। এখন একটা ফ্র্যাঞ্চাইজি এ নিয়ে আপত্তি করায় এখন স্মিথের অংশ নেওয়া ঝুলে গেছে আবার।

    বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন, স্মিথের ব্যাপারে একটি ফ্র্যাঞ্চাইজি আপত্তি তোলার পর বাকিরাও তাতে সায় দিয়েছে। এখন টেকনিক্যাল কমিটি এই ব্যাপারটা ছেড়ে দিয়েছে বিসিবির ওপর। চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে বোর্ড থেকেই। তবে সেটা কবে নাগাদ এখনো জানা যায়নি।