• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    'আজকে যা হয়েছে সেটা একটু অস্বাভাবিক'

    'আজকে যা হয়েছে সেটা একটু অস্বাভাবিক'    

    তীরে এসে তরী ডোবার গল্প তো বাংলাদেশের পুরনো। আজকের হারটা তো ঠিক সেই অর্থে তা নয়। শাই হোপ অন্তত ম্যাচটা বাংলাদেশকে কখনোই হাতের মুঠোয় নিতে দেননি। তারপরও এমন একটা ম্যাচের পর প্রশ্ন ওঠা স্বাভাবিক, বাংলাদেশের রান কি ২০-৩০ রান কম হয়ে গিয়েছিল? মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে সেটি স্বীকার করার সঙ্গে মনে করিয়ে দিলেন, বড় ইনিংস খেলতে না পারার কারণেই স্কোরটা বড় হয়নি বাংলাদেশের।

    এমন নয় , ব্যাটসম্যানদের কেউ রান পাননি। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম- ফিফটি পেয়েছেন তিন জনই। এর আগে ওয়ানডেতে মাত্র চার বার এমন ঘটেছিল, সবগুলোই জিতেছিল বাংলাদেশ। কিন্তু আজ সেই গল্পটা লেখা হয়নি। তিন জনেই ফিফটি পেয়েছেন, কিন্তু সাকিবের ৬৫ রানই হয়ে থেকেছে সর্বোচ্চ। মাশরাফিও ম্যাচ শেষে আক্ষেপ করলেন একটা বড় ইনিংসের জন্য, ‘দেখুন, অন্য সময় যেটা হয় তামিম-মুশফিকদের কেউ সেট হয়ে গেলে একটা বড় ইনিংস হয়। আজ সেটা হয়নি। এমনকি সাকিব-রিয়াদ শেষ দিকে আর সাত-আট ওভার ব্যাট করলেও হয়তো রান অনেক বেশি হতে পারত। তামিম যখন ফিরে এসেছে, মুশফিক ফিরে এসেছে, তখনও আমরা আলাপ করছিলাম ২৭০-২৮০ হলে ভালো হয়। ড্রেসিংরুমেও এটা নিয়ে আলোচনা হচ্ছিল। রাতে আরও ভালো হুয়া সুযোগ বেশি’

    প্রশ্ন হলো, তাহলে কি আজকের ম্যাচের আগে একটু শৈথিল্য চলে এসেছিল বাংলাদেশের? একটু বেহসি গা ছাড়া দিয়ে ফেলেছিল দল? মাশরাফি অবশ্য তা স্বীকার করলেন না, ‘আজকে যা  হয়েছে সেটা আসলেই  সচরাচর হয় না। আগেই বললাম, আপনি যদি দেখেন আমাদের কয়েকজন ব্যাটসম্যানদের ফিফটি পেলে কেউ ৮-৯- করেছে, সেঞ্চুরি করেছে। এমনকি এক ম্যাচে দুই সেঞ্চুরির রেকর্ডও আছে। কিন্তু আজ সেটা হয়নি। আগেই বললাম, আজকে ঠিক পথেই ছিলাম। কিন্তু ছোট ছোট ভুলগুলো মিলে অনেক বড় হয়ে গেছে। ম্যাচ শেষে পার্থক্য গড়ে দিয়েছে। এই জায়গায় আরও অনেক উন্নতি করতে হবে আমাদের।’