'ক্যাচ মিসের সমস্যাটা মানসিক'
২৫৫ রান যে কিছুটা কম হয়ে গেছে, প্রথম ইনিংস শেষেই তা বোঝা যাচ্ছিল। তারপরও গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। মাশরাফি বিন মুর্তজা নিজেও বুঝতে পারছেন না এই ক্যাচ মিসের কারণ। সমস্যাটা মানসিক বলেই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।
শুরুটা হয়েছিল শিমরন হেটমেয়ারকে শুন্য রানে জীবন পাওয়া নিয়ে। ইমরুল কায়েস সহজ ক্যাচটা ফেলে দিয়েছেন। পরে হেটমেয়ার ১৪ রান করে আউট হয়ে গেছেন বটে, কিন্তু সেই ১৪ রানই পার্থক্য গড়ে দিয়েছে দিন শেষে। আর কিমু পলের দুইটি ক্যাচ ফেলে দিয়েছেন নাজমুল অপু। একটি কঠিন ছিল বটে, কিন্তু পরেরটি সহজই ছিল। সেই ক্যাচ দুইটি ধরতে পারলে ম্যাচের ফল যে এমনই হতো, কিন্তু তা হলফ করে বলা যায় না।
আগের ম্যাচেও কয়েকটি ক্যাচ ফেলে দিলেও সেটার মাশুল দিতে হয়নি। আজও এমন হওয়ার পর মাশরাফি নিজেই বললেন, ‘ফিল্ডিংয়ে আমরা কতটা পরিশ্রম করি, সেটা তো আপনারা দেখেছেনই। আর কিছু না হলেও ফিল্ডিং অনুশীলন প্রতিদিনই হয়, সেটাও দেখেছেন। তবে দিন শেষে এখানে আত্মবিশ্বাসের একটা ব্যাপার আছে। একটা কচ ড্রপ হলে মনের ভেতর যদি একটু অস্বস্তি থাকে তাহলে সহজ ক্যাচও হাতছাড়া হয়ে যায়। আমার মনে হয় এটা পুরোটাই মানসিক ব্যাপার। এখান থেকে আমাদের ইতিবাচক দিকটাই দেখতে হবে।’
প্রশ্ন উঠল, বদলি ফিল্ডার হিসেবে অপুকে নামানো নিয়েও। মাশরাফি যদিও বললেন, অপুর দিক থেকে বল দেখা যাচ্ছিল না ঠিকমতো। তারপরও কি অন্য কাউকে নামানো যেত না? অধিনায়কের ব্যাখ্যা, ‘আমাদের তো দুজন ফিল্ডার ছিল না। লিটন আর ইমরুল বাইরে চলে গিয়েছিল। আর শুরুতে তো আমাদের সেরা ফিল্ডার ইমরুল নেমেছিল। এরপর যারা ছিল, তাদের মধ্যে অপু ভালো বলে ওকে নামানো হয়েছে।’
কাল ঐচ্ছিক অনুশীলনের দিনই দেখা গেছে, ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে অনুশীলন করেছেন অপু। দারুণ কিছু ক্যাচও ধরেছেন। কিন্তু আসল সময়েই কাজটা করতে পারেননি। যেটি হয়তো গড়ে দিয়েছে ব্যবধান।’