• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন লুইস

    বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন লুইস    

    ভারত সফরের সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও নেই। তবে টি-টোয়েন্টিতে ফিরছেন এভিন লুইস। চোট থেকে সেরে না ওঠায় এখনো ফেরা হয়নি আন্দ্রে রাসেল ও অ্যাশলি নার্সের।

    দেশের হয়ে এই বছরের আগস্টে শেষ ম্যাচ খেলেছিলেন লুইস। কাকতালীয়ভাবে সেই টি-টোয়েন্টি ছিল বাংলাদেশের বিপক্ষেই। লুইসের সঙ্গে দলে ফিরেছেন দুই পেসার কেসরিক উইলিয়ামস ও শেলডন কটরেলও। তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা অলরাউন্ডার কাইরন পোলার্ড ও পেসার ওবেদ ম্যাকয় বাদ পড়েছেন।

    ১৭ জুলাই সিলেটে শুরু হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি।

    টি-টোয়েন্টি দল

    কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমেয়ার, ফাবিয়ান অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমু পল, খারি পিয়েরে, এভিন লুইস, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, দীনেশ রামদীন, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, শেলডন কটরেল, ওশান টমাস।