আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫-এ মোস্তাফিজ
আইসিসির বোলার র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠেছেন মোস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে মোস্তাফিজের রেটিং পয়েন্ট এখন ৬৯৫, যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ। ২-১ ব্যবধানে উইন্ডিজকে সিরিজে হারিয়েছে বাংলাদেশ।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানেরও। আইসিসির সেরা ৩০ বোলারের মধ্যে তাই এখন চারজন বাংলাদেশী।
১৬.৩৩ গড়ে ছয়ে উইকেট নিয়েছেন মিরাজ, ১৯ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৮-এ। অধিনায়ক মাশরাফিও নিয়েছেন ছয় উইকেট, তিনি ২৩-এ এসেছেন ১০ ধাপ এগিয়ে। শীর্ষ ৩০-এ আরেক বাংলাদেশী হলেন সাকিব আল হাসান। তিনি আছেন ২৬-এ।
অলরাউন্ডার টেবিলেও উন্নতি হয়েছে মোস্তাফিজ ও মিরাজের, দুজন আছেন যথাক্রমে ৩২ ও ৩৮তম অবস্থানে।
ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে উন্নতি হয়েছে অনুমিতভাবেই শেই হোপের, ১৭ ধাপ এগিয়ে তিনি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ৮ নম্বরে।