• " />

     

    উল্টো ভারতকেই ক্ষতিপূরণ দিচ্ছে পাকিস্তান!

    উল্টো ভারতকেই ক্ষতিপূরণ দিচ্ছে পাকিস্তান!    

     

    দুর্ভাগ্য বোধহয় একেই বলে। বিসিসিআইয়ের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিল পিসিবি, সেই মামলায় হেরে গেছে তাঁরা। শুধু হেরেই ব্যাপারটা শেষ হয়নি, এখন উল্টো ভারতীয় ক্রিকেট বোর্ডকেই টাকা দিতে হবে পাকিস্তানের। ক্ষতিপূরণের মামলায় হেরে যাওয়ায় বিসিসিআইকে তাদের মামলার খরচে জন্য প্রায় ১৭ কোটি টাকা দেবে পিসিবি!

    দ্বিপাক্ষিক সিরিজের জন্য দুই দফা চুক্তি করেও শেষ পর্যন্ত সিরিজ খেলেনি ভারত, পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ ছিল এমনটাই। বহুবার আইসিসির দ্বারস্থ হয়েও সমাধান পাচ্ছিল না পিসিবি। শেষ পর্যন্ত তাঁরা আইসিসির আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় পিসিবির পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৫৩০ কোটি টাকা দাবি করা হয়।

    মামলায় শেষ পর্যন্ত জিততে পারেনি পিসিবি। উল্টো মামলা শেষে আইসিসি রায় দিয়েছে, মামলা চালাতে ভারতের যত খরচ হয়েছে, সেটা ৬০ শতাংশ দিতে হবে পাকিস্তানকে, ‘আইসিসির কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মামলা চলার সময় বিসিসিআইয়ের সব ধরনের খরচ, ট্রাইব্যুনাল সদস্যদের সম্মানীর ৬০ শতাংশ টাকা পিসিবিকেই দিতে হবে।’

    পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় হেরে তাঁরা যারপরনাই হতাশ, ‘আইসিসি বলেছে ভারতকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের টাকাটা কিন্তু খুব বেশি না, এতেই বুঝা যায় মামলাটা আসলে আমাদেরই জেতা উচিত ছিল। তবে ভারতকে উল্টো ক্ষতিপূরণ দিতে হবে, এটা আমাদের হতাশ করেছে।’

    মামলা চলার সময় পিসিবির খরচ হয়েছে প্রায় ৮ কোটি টাকার মতো। এরপর মামলায় হেরে গিয়ে ভারতকেও দিতে হচ্ছে ১৭ কোটি টাকা। পিসিবি হয়ত ভাবছে, কেনো যে মামলাটা করতে গিয়েছিলেন তাঁরা!