• বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    টি-টোয়েন্টিতেই বাংলাদেশের এত রেকর্ড!

    টি-টোয়েন্টিতেই বাংলাদেশের এত রেকর্ড!    

    ২১১

    টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার ২০০ রানের সীমা অতিক্রম করল বাংলাদেশ। সর্বোচ্চ ২১৫ এই বছর শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে, সেটি ছিল রানতাড়ায়। প্রথম ইনিংসে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, এ বছরই একই ভেন্যুতে। সেবার অবশ্য ১৯৩ রান করেও হেরেছিল বাংলাদেশ। 

    ১৩

    অন্তত ৫০ রানের জুটিতে বাংলাদেশের তৃতীয় দ্রুততমটি হলো সাকিব-মাহমুদউল্লাহর। এদিন ৭ ওভারে তারা তুলেছেন ৯১ রান, ওভারপ্রতি ১৩ করে। 

     

     

    ২৬

    টি টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ দ্রুততম ফিফটি করলেন লিটন দাস, ২৬ বলে। ২০ বলে সবচেয়ে দ্রুততম ফিফটি মোহাম্মদ আশরাফুলের, এরপর ২৪ বলে ফিফটির রেকর্ডটর লিটনের সঙ্গে আছে মুশফিকের। ২৫ বলে আছে নাজিম উদ্দিনের। 

    ৪০+৫

    ব্যাটিংয়ে ২৬ বলে অপরাজিত ছিলেন ৪২ রানে, এরপর বোলিংয়ে নিলেন ২০ রানে ৫ উইকেট। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অন্তত ৪০ রান ও ৫ উইকেট হয়ে গেল সাকিব আল হাসানের। একই ম্যাচে ৩০ রান ও ৫ উইকেটের কীর্তিও নেই কারও, ৩০ রান ও ৪ উইকেট সাকিবসহ ছিল আটজনের। সে তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজাও, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সে কীর্তি গড়েছিলেন তিনি।  

     

     

    সাকিবের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেট, ইলিয়াস সানি ও মোস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে গড়লেন এই কীর্তি।

    অষ্টম বোলার হিসেবে তিন ফরম্যাটেই ৫ উইকেট হলো সাকিব আল হাসানের।