নিয়ম বদলে যাওয়ায় স্মিথকে পেল কুমিল্লা
ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় নেওয়া যাবে না, এই নিয়মের কারণে স্টিভেন স্মিথের বিপিএলে অংশ নেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত সেই নিয়ম বদলেছে, এবার তাই কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়েই বিপিএলে আসছেন স্মিথ। এর মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ম বদলানোর চিঠি দিয়েছে বিসিবি।
স্মিথকে দলে নেওয়ার খবর প্রায় মাসখানেক আগে জানিয়েছিল কুমিল্লা। বল টেম্পারিং কেলেঙ্কারিতে এই মুহূর্তে নিষিদ্ধ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, সতীর্থ ডেভিড ওয়ার্নারের সঙ্গে তাঁর বিপিএলে আসাটা ছিল বড় খবরই। কিন্তু সপ্তাহ দুয়েক আগে জানা যায়, স্মিথের অংশ নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় নেওয়ার নিয়ম নেই। আর স্মিথের নাম সেখানে ছিল না। শেষ পর্যন্ত বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেন, স্মিথের বিপিএলে খেলা হচ্ছে না।
তবে বিপিএলের বৃহত্তর স্বার্থের কথা ভেবে ফ্র্যাঞ্চাইজি শেষ পর্যন্ত নিয়ম বদলাতে রাজি হয়েছে। যার মানে এখন ড্রাফটের বাইরে আরও একজন করে খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।