যে কারণে উইকেট পেয়েও উদযাপন নেই রশিদের
উইকেট পেলেই তাঁর একটা স্বভাবসুলভ উদযাপন আছে। আঙুল ঘোরাতে ঘোরাতে রশীদ খানের সেই উল্লাস এখন অনেকটা ট্রেডমার্কই হয়ে গেছে। তবে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে উইকেট পাওয়ার পর আজ সেরকম কোনো উদযাপন নেই, নেই কোনো উচ্ছ্বাস। আগের দিনই বাবাকে হারিয়েছেন রশীদ খান, সেই শোক নিয়েই নেমেছেন মাঠে। শক্তিতেও পরিণত করেছেন ২ উইকেট নিয়ে, দলের জয়ে রেখেছেন অবদান।
শোকসংবাদটা কালই টুইট করে জানিয়েছেন রশীদ, তাঁর বাবা আর নেই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যায়, আজ অ্যাডিলেডের সঙ্গে সিডনি থান্ডারের ম্যাচে রশীদ হয়তো নামতে পারবেন না। দেশে ফিরে যাবে কি না, এমন প্রশ্নও উঠেছিল। তবে রশীদ পরে দলকে জানিয়েছেন, বাবার সম্মানে আজ মাঠে নামবেন তিনি।
আজ অ্যাডিলেডের হয়ে মাঠে নামার সময়ই দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন জানান রশীদকে। শুরুতে অবশ্য ব্যাট করতে হয়নি তাঁকে, বল করতে নেমেও বোঝা যাচ্ছিল আজ ক্রিকেটে ঠিক মন দিতে পারছেন না। প্রথম দুই ওভারে দিয়েছিলেন ১৯ রান, তৃতীয় ওভারে এসে আউট করেছেন বিপজ্জনক জেসন সাঙ্ঘাকে। চতুর্থ ওভারে ড্যানিয়েল সামস ছয় মেরেছিলেন তাঁকে, তবে পরের বলেই ফিরিয়ে দিয়েছেন তাঁকে। সতীর্থেরা সবাই এসে জড়িয়ে ধরেছেন রশিদকে, এই শোকের সময় তাঁকে দিয়েছেন সাহস আর সান্ত্বনা। ম্যাচটা ২০ রানে জিতেছে অ্যাডিলেড, ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন রশীদ।