• বিপিএল ২০১৯
  • " />

     

    বিপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হচ্ছেন মিরাজ

    বিপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হচ্ছেন মিরাজ    

    বিপিএল দল রাজশাহী কিংসের নতুন অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গতবার এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করেছিলেন ড্যারেন স্যামি। অধিনায়কত্ব অবশ্য নতুন নয় মিরাজের কাছে, এর আগে দুইটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিপিএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন এই ২১ বছর বয়সী। 

    রাজশাহীর হয়ে মিরাজ কাজে লাগাতে চান সেই অভিজ্ঞতাই, “বড় একটা সুযোগ। এত বড় জায়গায় আগে অধিনায়কত্ব করা হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুইবার (অধিনায়কত্ব) করেছি। বিপিএলে বিভিন্ন দেশের খেলোয়াড় থাকে, বড় একটি অভিজ্ঞতা হবে।  আগের যে অভিজ্ঞতা আশা করি ওটা কাজে লাগবে।”

    এর আগের দুই মৌসুমেও মিরাজ ছিলেন রাজশাহীতে। জাতীয় দলে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানের অধিনায়কত্বে খেলেছেন তিনি, অধিনায়কত্বের চিন্তা মাথায় ছিল আগে থেকেই, “রাজশাহীর হয়ে তিন নম্বর আসর খেলতে যাচ্ছি। অভিজ্ঞতা হয়েছে। কীভাবে অধিনায়কত্ব করে দেখেছি। বাংলাদেশ দলের হয়েও খেলেছি। সাকিব ভাই, মাশরাফি ভাই আমার অধিনায়ক ছিলেন। তাদের নেতৃত্ব দেয়ার ধরন দেখেছি, নেতৃত্বের ধরন নিয়ে চিন্তা করতাম, মাথায় রাখতাম। এখন সেটি কাজে দেবে।”

     

     

    মিরাজের দলে আছেন মার্শাল আইয়ুব, মুমিনুল হকের মতো দেশী ও রায়ান টেন ডেসকাটের মতো বিদেশী অভিজ্ঞরা। তারা কাজটা সহজ করে দেবেন বলেই বিশ্বাস মিরাজের, “আসলে আমাদের অবশ্যই সিনিয়র অনেক ভালো ভালো ক্রিকেটার আছেন, অভিজ্ঞরা আছেন। এটা আমার জন্য একটি ভালো খবর যে অনেক সিনিয়র ক্রিকেটার আছেন, তাঁদের কাছ থেকে অনেক উপদেশ নিতে পারবো এবং শেয়ার করতে পারবো। যেমন আমাদের যারা আছেন তাঁরা অনেকদিন খেলেছেন। অবশ্যই এটা আমার জন্য ভালো। এটি আসলে চাপ না। আমি ছোটবেলা থেকেই মনে করি এবং যখনই অধিনায়কত্ব করেছি তা উপভোগ করতাম এবং ভালো অনুভব করতাম। আপনারা দেখেছেন অনূর্ধ্ব-১৯ দলেও আমি অধিনায়কত্ব করেছি। এটি আমার কাজে দিবে।”

    “আসলে এটি আমার জন্য সহজ হয়ে যাবে। আমাদের কোচ যিনি, ল্যান্স ক্লুজনার, সে অনেক ভালো একজন ক্রিকেটার ছিলো দক্ষিণ আফ্রিকার এবং অনেক ভালো কোচ। আর আমাদের যে সিনিয়র ক্রিকেটার রয়েছে এবং আমাদের টিম ম্যানেজমেন্টে যারা আছেন তাঁরা অনেক অভিজ্ঞ। এটি আমার জন্য অনেক সোজা হয়ে যাবে যে তাঁরা আমাকে সাহায্য করবে। শুধু আমি একাই সিদ্ধান্ত নিবো এমন কিছু না। সকলের সমন্বয়ে সিদ্ধান্ত আসবে। কোচ একটি কথা বলবে, ম্যানেজমেন্ট একটি কথা বলবে, হয়তো আমার একটি সিদ্ধান্ত থাকতে পারে। সবার একটি সিদ্ধান্ত নিয়েই কাজ করা হবে, শুধু আমার সিদ্ধান্ত কিংবা কোচের সিদ্ধান্তে হবে না। সবার সিদ্ধান্তকেই প্রাধান্য দেয়া হবে বলে আমার মনে হয়।” 

    ৫ তারিখ শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম দিনই রাজশাহীর ম্যাচ ঢাকার বিপক্ষে, মিরপুরে।