'কঠোর' সাকিবের মুখোমুখি 'সম্ভাবনাময়' মিরাজ
শুধু বিপিএল কেন, যে কোনও পর্যায়েই অধিনায়কত্বটা নতুন নয় সাকিব আল হাসানের কাছে। বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে শিরোপা জিতিয়েছিলেন, সে ফ্র্যাঞ্চাইজি বদলে ঢাকা ডায়নামাইটস হওয়ার পর এর অধিনায়কও ছিলেন তিনি। মেহেদি হাসান মিরাজ একেবারেই ভিন্ন মেরুতে, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন, এবার তাকে অধিনায়ক করেছে রাজশাহী কিংস। মিরাজ নিজেও বলেছিলেন, মাশরাফি বিন মুর্তজা ও সাকিবের অধিনায়কত্বে খেলার অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি। বিপিএলের ৬ষ্ঠ মৌসুমের প্রথমদিনই সে সুযোগটা পাচ্ছেন মিরাজ, সেই সাকিবের বিপক্ষেই।
অধিনায়ক হিসেবে মিরাজকে একটা প্ল্যাটফর্ম দেওয়া লক্ষ্য বলে জানাচ্ছেন কিংসের হেড কোচ ল্যান্স ক্লুজনার, “সে তরুণ অবশ্যই। তবে সে এই কাজ আগেও করেছে, এটা একটা নতুন ধাপ তার কাছে। তার আশেপাশে আমাদের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে তাকে সহায়তা করতে।
“আমরা অধিনায়ক হিসেবে নাম করার জন্য তাকে একটা প্ল্যাটফর্ম দিতে চাচ্ছি। আর কেইবা জানে, সামনে হয়তো তার মতো কাউকেই বাংলাদেশ চাচ্ছে!”
মিরাজের ক্ষেত্রে ব্যাপারটা সম্ভাবনার হলেও সাকিবের জন্য শুধু প্রশংসাই আছে তার সতীর্থদের। সাকিবকে একটু কঠোর বলেই মানছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল, “সাকিব দারুণ একজন অধিনায়ক। তার সঙ্গে আমি কলকাতা নাইট রাইডার্স ও জ্যামাইকা তালাওয়াসে খেলেছি। সে বেশ কঠোরভাবে খেলাটা খেলে, মাঝে মাঝে হয়তো মেজাজ হারিয়েও ফেলে। তবে অধিনায়করা তো এমনই।”
“আমরা সবাই পেশাদার। আমাদের যখন ভুল হয় ব্যাটিং বা বোলিংয়ে, হয়তো ভুল শট খেলে ফেলি, বা তেমন কিছু করি, অধিনায়ক অবশ্যই প্রতিক্রিয়া দেবে। আমাদের শুধু এটা নিশ্চিত করতে হবে, আমরা যাতে তার কাজটা সহজ করে দিই। অধিনায়ক হিসেবে সে দলকে নেতৃত্ব দিতে সেরাটা দিবে বলেই আমার বিশ্বাস।”