রংপুরের ৯৮ রান টপকাতেই ঘাম ঝরে গেল চিটাগংয়ের
স্কোর
রংপুর রাইডার্স ২০ ওভারে ৯৮ (বোপারা ৪৪, গাজী ২১; ফ্রাইলিঙ্ক ৪/১৪)
চিটাগং ভাইকিংস ১৯.১ ওভারে ১০১/৭ (শাহজাদ ২৭, মুশফিক ২৫; মাশরাফি ২/২৪)
ফলঃ চিটাগং ৩ উইকেটে জয়ী
ওয়ার্নার, স্মিথ, ডি ভিলিয়ার্সদের মতো খেলোয়াড় আছে, বিপিএল কতটা জমজমাট হবে কাল সেই প্রশ্ন উঠেছিল মাশরাফি বিন মুর্তজার কাছে। রংপুর রাইডার্সের অধিনায়ক বলেছিলেন, মিরপুরের উইকেটে কতটা জম্পেশ হবে সেটা নিয়ে সন্দেহ আছে তাঁর। প্রথম দিনেই সেই প্রমাণ পাওয়া গেল ভালোমতোই, ৯৮ রান নিয়েও যে ম্যাচটা জিতেই যাচ্ছিল রংপুর। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়েও ধুঁকতে ধুঁকতে সেই ম্যাচ জিতেছে চিটাগং ভাইকিংস, প্রথম ম্যাচটা হার দিয়েই শুরু করল চ্যাম্পিয়ন রংপুর রাইডাড়্রস।
মিরপুরের স্লথ উইকেটে রান তোলা বেশ কঠিনই। তবে এতোটা কঠিন নয়, যে ৯৮ রান তুলতে সংগ্রাম করতে হবে। বাজে শট খেলে সেই সহজ কাজটাই কঠিন করে তুলল চিটাগং। ১৫ রানে মাশরাফির বলে তুলে মারতে গিয়ে আউট ডেলপোর্ট। মোহাম্মদ আশরাফুলের বিপিএলে ফেরাটাও স্মরণীয় হলো না, ৩ রান করেই অফ স্টাম্পের বাইরের বলটা তুলতে মারতে গিয়ে ক্যাচ দিলেন থার্ড ম্যানে। ১৯ রানে ২ উইকেট নেই চট্টগ্রামের।
এরপর মোহাম্মদ শাহজাদ আর মুশফিকুর রহিমই ম্যাচটা মোটামুটি মুঠোয় নিয়ে আসছিলেন। রান তোলা সহজ ছিল না মোটেই, তারপরও শাহজাদ-মুশফিক প্রয়োজনের চেয়ে বেশি রান রেটেই এগুচ্ছিলেন। কিন্তু ২৩ বলে ২৭ রান করে শাহজাদের আউটের পর আবার লাগে মড়ক। মুশফিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট সিকান্দার রাজা, ফরহাদ রেজাকে মারতে গিয়ে আউট মোসাদ্দেক। ৬২ রানে ৫ উইকেট নেই চিটাগংয়ের।
তবে মুশফিক ছিলেন বলে এগিয়ে ছিল চিটাগংই। কিন্তু নাজমুল অপুকে সুইপ করতে গিয়ে ২৫ রানে যখন মুশফিকও ক্যাচ দিলেন, রংপুর পাচ্ছিল জয়ের সুবাস। ৭ উইকেট পড়ার পর জয়ের জন্য তখনও ১৪ রান দরকার চিটাগংয়ের। সেই কাজটা ফ্রাইলিঙ্ক ও সানজামুল ঠাণ্ডা মাথায় করেছেন, ৫ বল হাতে রেখেই এনে দিয়েছেন জয়।
তার আগে ক্রিস গেইল ও এবি এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে অ্যালেক্স হেলস, রাইলি রুশোরা ব্যর্থ হলেন জ্বলে উঠতে। স্থানীয়রাও ব্যর্থ, এক রবি বোপারাই রংপুরের হয়ে যা একটু চেষ্টা করলেন। তাঁর জন্যই চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে শেষ পর্যন্ত ১০০র কাছাকাছি যেতে পারল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল চিটাগং। শুরুতে নেমে দ্বিতীয় ওভারেই বিপর্যয়ে পড়ে রংপুর। চিটাগং ভাইকিংসের বোলার রবার্ট ফ্রাইলিঙ্ক নিজের প্রথম বলেই ফেরান অ্যালেক্স হেলসকে, গোল্ডেন ডাক পেয়ে ফিরে যেতে হয় ইংলিশ ব্যাটসম্যানকে। এক বল করে কোনো রান করে বোল্ড মোহাম্মদ মিঠুনও। রুশো চার মেরে ভালোই শুরু করছিলেন, কিন্তু ৭ রান করে রাহীর বলে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। মেহেদী মারুফ ফ্রাইলিঙ্ককে ফ্লিক করতে গিয়ে আউট, ১৪ রানে ৪ উইকেট নেই রংপুরের।
এরপর বেনি হাওয়েল, ফরহাদ রেজাও টেকেননি বেশিক্ষণ, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও যখন দুই অঙ্কের আগে আউট হলেন, রংপুর ৩৫ রানে হারিয়ে ফেলেছে ৫ উইকেট। ৫০ রানও তখন মনে হচ্ছিল অনেক দূরের পথ। সেখান থেকে টেনে তুলেছেন রবি বোপারা, তাঁর ৪৭ বলে ৪৪ রানের ইনিংসের জন্য ১০০র কাছাকাছি যেতে পেরেছে রংপুর। শেষ পর্যন্ত ঠিক ২০ ওভার খেলে অলআউট হয়ে গেছে ৯৮ রানে। বোপারা আর গাজী ছাড়া আর কেউ দুই অঙ্কই ছুঁতে পারেননি।