শনিবার থেকেই বিপিএলে আলট্রা-এজ
বিপিএলে ডিআরএস নিয়ে তুমুল সমালোচনা প্রথম থেকেই। আল্ট্রা-এজ বা স্নিকো ছাড়া শুধু হক আই আর মোশন ভিডিও দিয়েই এবার চালু করা হয়েছিল রিভিউ পদ্ধতি। কিন্তু ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধে নামার মতোই হয়ে গেছে ব্যাপারটা, প্রতি ম্যাচেই হচ্ছে বিতর্কিত সিদ্ধান্ত। তবে আজ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করলেন, শনিবার থেকেই থাকছে আল্ট্রা-এজ।
আল্ট্রা-এজ আর স্নিকো ছাড়া ডিআরএস ব্যবহার করার জন্য প্রথম দিন থেকেই নানান বিতর্কিত সিদ্ধান্ত হচ্ছিল। রাজশাহী কিংসের হয়ে মোহাম্মদ হাফিজকে আম্পায়ার আউট দেওয়ার পরও রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন। কিন্তু কেন রিভিউতে আম্পায়ার সেই সিদ্ধান্ত বদলালেন, সেটা নিয়ে আছে প্রশ্ন। যেমন আছে স্টিভ স্মিথকে নট আউট দেওয়ার পরও কোন হিসেবে তাঁকে পরে আউট দেওয়া হলো। আজও একটা রিভিউ যেমন বিফলে গেছে খুলনার, ঢাকার হযরতউল্লাহ যাযাইয়ের বিপক্ষে।
এর মধ্যে শোনা গেল, স্নিকো বা আল্ট্রা-এজের জন্য যে প্রযুক্তি দরকার সেটা বিপিএলের মাঠেই আছে। কিন্তু বিসিবি সেটা ব্যবহারের দরকার মনে করেনি। সেটার জন্য হাজারখানেক ডলারের বেশি খরচ করতেই রাজি হয়নি বিপিএল কর্তৃপক্ষ। কিন্তু সমালোচনার মুখে শেষ পর্যন্ত বদলাল সেই সিদ্ধান্ত। জালাল ইউনুস নিশ্চিত করলেন, টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়েছে। শনিবার থেকেই থাকছে আলট্রা-এজ।