বর্তমানে থাকতে পারাটা শিখে গেছেন মাশরাফি
গত বছরের শেষে ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের অংশগ্রহণের, এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পথ দেখিয়েছেন সামনে থেকে। বিপিএলের ঠিক আগে সংসদ সদস্য হলেন, তিন দিনের ব্যবধানেই মাত্র এক দিন অনুশীলন করে নেমে পড়লেন মাঠে। প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচে জয় পেয়েছেন, আর নিজের বোলিংয়ে উতরে যাচ্ছেন লেটার মার্ক পেয়ে। প্রথম দুই ম্যাচে নিয়েছেন তিন উইকেট, আজ তো করলেন ক্যারিয়ার সেরা বোলিং-ই। সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বললেন, বর্তমানের জন্যই নিজেকে সবসময় প্রস্তুত রাখেন তিনি।
বিপিএলের আগে মাশরাফির ‘ফোকাস’ নিয়ে প্রশ্ন ছিল অনেকটা। মাত্র এক দিন অনুশীলন করার পর নিজে শারীরিক ও মানসিকভাবে কতটা ফিট সেটাও ছিল জানার। মাশরাফি প্রথম তিন ম্যাচ শেষে মাঠেই জবাব দিয়েছেন সবকিছুর। আজ চার উইকেট তো নিয়েছেনই, সেই উইকেটগুলোও দেখুন- তামিম, লুইস, ইমরুল ও স্টিভ স্মিথ। মাশরাফি বলছেন, শারীরিকভাবে না পারলেও মানসিকভাবে তিনি প্রস্তুত ছিলেন, ‘প্রথমত হচ্ছে, ফোকাসটা খুব গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগেও আমি আপনাদের সামনে এসে বলেছিলাম যে আমার ট্রানজিশন পার্টটা খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু আমি বেশ ফোকাসড ছিলাম। আমি যখন যেটা করছিলাম সেটাতে ফোকাস রেখেছি।’
মাশরাফি বললেন, কীভাবে বর্তমানে থাকতে হয় সেটা শিখেছেন ইদানীং, ‘সম্প্রতি আমি একটা জিনিস ভালো শিখেছি যে আমি বর্তমানে থাকতে পারি। কারণ এতো বেশি শিফটিং হয়েছে যে আমার লাইফে। খেলা নির্বাচন... খেলা…এটা আমাকে শক্তি দিচ্ছে যে আমি বর্তমানে স্ট্রংলি থাকতে পারছি। নড়াইল থেকে এসে দুদিন আগে…অনুশীলনও করতে পারিনি। আমার মনে হয় মানসিকভাবে আমার প্রস্তুতি ভালো ছিল। আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি ফোকাস ছিলাম যে আমার খেলতে হবে প্রথম ম্যাচ থেকে।’
খেলার প্রতি তাঁর বাড়তি আত্মনিবেদনের কারণেই কি এমন পারফরম্যান্স হচ্ছে? মাশরাফি নিজে অবশ্য এই পারফরম্যান্সকে খুব বড় করে দেখতে রাজি নন, ‘সবসময় যে সব প্লেয়ারের ঠিক মত যায় তাও না। দেখা যাবে এখন ঠিক মত যাচ্ছে। পরে আবার আমার খারাপ যাবে। টি-টুয়েটি ফরম্যাট অনেক আনপ্রেডিকটেবল। যেই উইকেটে খেলছি সেটাও আনপ্রেডিকটেবল। আসলে দুই তিন ম্যাচেও কাউকে ভেরি হাইলাইটেড করাও কঠিন। খারাপ ভালো দুই দিকে বিচার করা খুব কঠিন।’
কিন্তু দুই দিকে সামলাতে বাড়তি চাপটা কীভাবে সামলান? মাশরাফি পুরনো কথাটাই বললেন নতুন করে, 'আমি তো প্রত্যেক ম্যাচে অবশ্যই পারফর্ম করতে পারবো না। আগেও বলেছি এটা আমার নিয়ন্ত্রণে না। আমি শুধু আমাকে নিয়ন্ত্রণ করতে পারি। আমি শুধু দেখব আর শুনব..আমার কাজ পারফর্ম করা। এগুলো সব সময় কন্ট্রোলে থাকে না। যে বসে আছে সুযোগ নিয়ে সে হয়তো কোনো সময় সুযোগ তো পাবেই।'