• বিপিএল ২০১৯
  • " />

     

    স্মিথ, ওয়ার্নারদের জন্য মাঠে আসতে বললেন মুশফিক

    স্মিথ, ওয়ার্নারদের জন্য মাঠে আসতে বললেন মুশফিক    

    শনিবার থেকে শুরু হয়েছে হয়েছে বিপিএল, প্রথম দুই দিন মাঠে হাজার দশেকের কাছাকাছি ছিল দর্শক। কিন্তু দিন যতই গড়াতে শুরু করেছে, রানের মতো দর্শকের সংখ্যাও কমতে শুরু করেছে জ্যামিতিক হারে। সকালের ম্যাচে এমনিতেই দর্শক কম, কিন্তু বিকেল গড়ানোর সাথে সাথে তাও একটু বাড়তে শুরু করে। কিন্তু আজ রাজশাহী কিংস-খুলনা টাইটানসের আজকের ম্যাচে টেনেটুনে হাজার দুয়েকও হবে কি না সন্দেহ। মুশফিকুর রহিম আজ চট্টগ্রামের ম্যাচের পর সংবাদ সম্মেলনে বললেন, ওয়ার্নার-স্মিথদের দেখার জন্য হলেও মাঠে আসা উচিত সবার।

    এমনিতেই এবারের বিপিএল নিয়ে সমালোচনার শেষ নেই। নিম্নমানের সম্প্রচার, খোঁড়া ডিআরএস, লো স্কোরিং ম্যাচ- এর সঙ্গে যোগ হয়েছে দর্শকখরা। চিটাগং অধিনায়ক মুশফিক অবশ্য অন্য একটা কারণ বললেন আজ, ‘ফাঁকা গ্যালারি তো থাকবে ভাই। আপনারা এখন মোবাইলে লাইভ দেখতে পারে, বাসায় বসে বসে আরামে দেখতে পারে। যখন বাইরে কাজ করে তখন টিভিতে দেখে বা মোবাইলে দেখে। এই কারণেও হতে পারে। আগে আবাহনী-মোহামেডানের খেলা হত লিগের খেলা যদি দেখেন তা তো কোথাও দেখার সুযোগ থাকত না তখন অনেক দর্শক হতো। আর এখন এখানে এসে জানে যে... আর সারা বছর আন্তর্জাতিক খেলা এত হয় যে ভাবে এখন একটু রেস্ট নেই আন্তর্জাতিক খেলা হলে দেখব।’

    অথচ এবারের বিপিএলে স্মিথ, ওয়ার্নাররা খেলছেন প্রথমবারের মতো। প্রথমবারের মতো আসছেন ডি ভিলিয়ার্সও। মুশফিক অন্তত তাদের জন্য হলেও দর্শকদের মাঠে আসতে বললেন, ‘আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলব এত বড় বড় প্লেয়ার আসছে- স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাইলে আর কোথায় দেখবেন।’

    দর্শকখরা প্রসঙ্গে এলো উইকেটের প্রশ্নও। এমন উইকেটে খেলা হচ্ছে, যেখানে রান তোলাই মুশকিল। যদিও রাতের ম্যাচে কিছু রান হচ্ছে। মুশফিক অবশ্য উইকেটের দায় দেখছেন না, ‘আমার মনে হয় উইকেটের চাইতে প্লেয়ারদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ানো উচিত। বিশ্বে যেসব টি-টোয়েন্টি খেলা হয়, অনেক রান হয়। আমাদের এখানে একটু ভিন্ন। আমরা তো জানি আমাদের এখানে কি কন্ডিশন, কি এখান থেকে আসতে পারে। বোলার বা ব্যাটসম্যান কী আশা করতে পারে। আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আরও বাড়ানো উচিত। সে অনুযায়ী যদি খেলতে পারি তাহলে এই স্কোরগুলো আরও বড় হত। সেটা হলে দর্শকরাও আরও বেটার ম্যাচ দেখতে পারবে।’