'অঙ্গীকার' রক্ষার জন্যই বিগ ব্যাশ ছেড়ে বিপিএলে লামিচান
ইতিহাসের প্রথম নেপালি বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন বিগ ব্যাশ লিগে। তবে মাত্র চার ম্যাচ খেলেই সন্দীপ লামিচান অস্ট্রেলিয়া থেকে উড়ে এসেছেন বাংলাদেশ। বিপিএলে লামিচান খেলছেন সিলেট সিক্সার্সের হয়ে। বিগ ব্যাশ ছেড়ে বিপিএলে কেনো এলেন? লামিচান বলছেন, বিপিএলের সাথে অঙ্গীকার রক্ষার জন্যই বিগ ব্যাশকে মাঝপথে ছেড়ে এসেছেন।
মেলবোর্ন স্টার্সের হয়ে ২১ ডিসেম্বর বিগ ব্যাশের প্রথম ম্যাচ খেলেছিলেন লামিচান। এরপর খেলেছেন আর তিন ম্যাচে। চার ম্যাচে নিয়েছেন মোট আট উইকেট। পহেলা জানুয়ারি মেলবোর্ন রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ খেলেই রওনা দেন বাংলাদেশের পথে। ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হয়েছে লামিচানের বিপিএল ক্যারিয়ার। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন দুটি।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে লামিচান বলেছেন, শুরু থেকে বিপিএলে খেলার ব্যাপারে আগেই বিগ ব্যাশ কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছিলেন তিনি, ‘বিপিএলের সাথে কথা চূড়ান্ত করেছিলাম ১০-১১ মাস আগে। তাই অঙ্গীকারের একটা ব্যাপার ছিল। বিগ ব্যাশের সাথে চুক্তি করার সময়েই তাদের জানিয়ে দিয়েছিলাম, আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সেখানে থাকতে পারব। যদি তারা আমাকে এই শর্তে নিতে চায়, তাহলে নিতে পারে।’
সিলেটকে দেওয়া অঙ্গীকার রক্ষার জন্যই বিগ ব্যাশকে মাঝপথে ছেড়ে এসেছেন লামিচান, ‘বিপিএলকে আমি যে অঙ্গীকার করেছিলাম সেটার জন্য এখানে এসেছি। সিলেটের প্রধান নির্বাহী ইয়াসির ওবাইদের ভূমিকাও এখানে অনেক। আমার নৈতিকতা বলে, যারা আমার খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে, তাদের সাথে থাকা উচিত। তাই বিগ ব্যাশে না খেলে বিপিএলে খেলতে এসেছি।’