• বিপিএল ২০১৯
  • " />

     

    সিলেটের প্রেরণা 'ঘরের মাঠ', খুলনার দরকার 'মোমেন্টাম'

    সিলেটের প্রেরণা 'ঘরের মাঠ', খুলনার দরকার 'মোমেন্টাম'    

    পয়েন্ট টেবিলের তলানীতে দুই দল। তিন ম্যাচে সিলেট সিক্সারসের জয় একটি, খুলনা টাইটানস তো চার ম্যাচে জয়ের মুখ দেখেইনি এখনও। ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল পাড়ি জমাচ্ছে সিলেটে, মঙ্গলবার নামবে দুই দলই। রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা, পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ সিলেটের। দুই দলেরই আশা, সিলেট পর্ব নতুন কিছু দেবে তাদের। 

    দুই ম্যাচে খুলনা রীতিমতো উড়ে গিয়েছিল ঢাকা ও রাজশাহীর বিপক্ষে, রংপুরের সঙ্গে হেরেছে ৮ রানে। আর চিটাগং ভাইকিংসের সঙ্গে তো ম্যাচ হয়েছে টাই, যা বিপিএলের ইতিহাসে প্রথম। সেখানেও ফলটা বিপক্ষেই গেছে খুলনার, সুপার ওভারে হেরে গেছে তারা। একটা ম্যাচ জিতলে খুলনার অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করছেন ওপেনার জুনাইদ সিদ্দিক, “ম্যাচ জিততে থাকলে সবকিছুই ঠিক থাকে। এই মুহেুর্তে আমাদের একটা ম্যাচ জেতা খুবই জরুরি। ম্যাচ জিততে পারলে কম্বিনেশনটা আরও ভাল মনে হবে। টিম ম্যনেজমেন্ট সবচেয়ে সেরা দলই খেলাচ্ছে। ম্যাচ না জিতলে অনেক কথা আসবে এটাই স্বাভাবিক। আশা করবো আমরা আগামী ম্যাচ থেকে ‘বাউন্সব্যাক’ করবো। সবাই জেতার জন্য ক্ষুধার্ত।”

    খুলনা জয়ের জন্য মোমেন্টামটা পাচ্ছে না বলেই ধারণা তার, “আমাদের চারটার মধ্যে দুটো ম্যাচ ছিল যেগুলো আমাদের জেতার সম্ভাবনা ছিল। দূর্ভাগ্যবশত আমরা পারিনি। প্রথম ম্যাচটি রংপুরের সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচটি চিটাগংয়ের সঙ্গে সুপার ওভারে আমরা হেরে গেছি। আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ম্যাচটা নির্ভর করে কয়েকটা ওভারের উপর। ব্যাটিং হোক বোলিং হোক এটা একটি মোমেন্টাইমের ব্যাপার।”

    আর সিলেটের ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা ‘ঘরের মাঠে’ খেলা। গত মৌসুমে এখানে টানা তিন ম্যাচ জিতেছিল তারা। অলরাউন্ডার ও সিলেটের ‘ঘরের ছেলে’ অলক কাপালি বলছেন, এটা অনুপ্রেরণা জোগাবে তাদের, “আমার অনেক দিনের ইচ্ছা ছিল সিলেট দলে খেলার। তো, তারপর আমাদের হোম গ্রাউন্ড। আমি এখানে উপভোগ করতে পারব। নিজের মাঠে খেলায় আমি চেষ্টা করবো সেরাটা দেওয়ার। টিমের যে স্পিরিট আছে তাতে আমার মনে হয় এ ম্যাচ থেকে খুব ভাল...শতভাগ সবাই দিতে পারবে।”

    “প্রথম দুই ম্যাচ আমরা খুব ভাল খেলেছি। শেষ ম্যাচটা একটু ইয়ে... হয়ে গেছে। লক্ষ্য থাকবে প্রতিটা ম্যাচে ভাল করার, জেতার। এখানকার চারটা ম্যাচের ওপর আমাদের অনেক কিছু নির্ভর করছে।”