• বিপিএল ২০১৯
  • " />

     

    সিলেটে এসে পৌঁছায়নি আল্ট্রা-এজ!

    সিলেটে এসে পৌঁছায়নি আল্ট্রা-এজ!    

    ঢাকা পর্বের শেষে চারটি জমজমাট ম্যাচে কিছুটা ঢাকা পড়েছিল বিপিএলের কালো দাগ। আল্ট্রা এজ চালু হয়েছে, উইকেটেও রান আসতে শুরু করেছে। তবে সিলেট পর্বের শুরুতে আবারও সেই দাগ দগদগে ক্ষত হয়ে হাজির। এবার ডিআরএসই নেই সিলেটে, ঢাকা থেকে আল্ট্রা এজ এসে পৌঁছায়নি বলে প্রথম দিন রিভিউই ছিল না!

    ভুল সেই সিদ্ধান্তের বলি যেমন হয়েছেন নিকোলাস পুরান। ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে সিলেট তখন কাঁপছে। মোহাম্মদ সাইফ উদ্দিনের বলটা খেলতে গিয়ে লাইন মিস করলেন পুরান, আম্পায়ার মাসুদুর রহমান মুকুল তুলে দিলেন আঙুল। পুরান রিভিউ নিতে গেলেন, কিন্তু তাঁকে জানানো হলো রিভিউ নেই। রিপ্লেতে দেখা গেল, বল লেগ স্টাম্পের ওপর পড়েছে। শুন্য রানেই ফিরে গেলেন পুরান।

    বিপিএলের শুরু থেকে আল্ট্রা এজ না থাকার কারণে ছিল তুমুল বিতর্ক। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে ঘোষণা করে বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসলামিল হায়দার মল্লিক ঘোষণা দিয়েছিলেন, আল্ট্রা এজ চালু করা হবে গত শনিবার থেকে। সেটি অবশ্য শুক্রবারেই চালু করা হয়েছ। কিন্তু ঢাকা থেকে সিলেটে এসে সেটা আর নেই। জানা যাচ্ছে, এখনো সেটি এসে পৌঁছেনি। অথচ ড্রোন ক্যামেরা চলে এসেছে ঠিকই।