• " />

     

    লোডশেডিংয়ে পরিত্যক্ত বিগব্যাশের ম্যাচ

    লোডশেডিংয়ে পরিত্যক্ত বিগব্যাশের ম্যাচ    

     

    লোডশেডিংয়ের কারণে পরিত্যক্ত হয়েছে বিগব্যাশ লিগে গ্যাবায় অনুষ্ঠিত সিডনি ও ব্রিসবেনের ম্যাচ। শেন ওয়াটসনের সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ১৮৬ রান তোলা সিডনি ব্রিসবেনকে ৩ ওভারের বোলিংয়েই চাপে রেখেছিল বেশ, ১০ রান তুলতে ৩ উইকেট হারিয়েছিল তারা। 

    এরপর পরই মাঠের দুইটি ফ্লাডলাইট ও ‘ওভারহেড’ লাইটের অনেকগুলো বন্ধ হয়ে যায়। ব্রিসবেনের পূর্বাংশজুড়েই চলেছে এ লোডশেডিং। শেষ পর্যন্ত আর শুরু হতে পারেনি ম্যাচ, ডিএল পদ্ধতি প্রয়োগ করতে খেলা হতে হতো ৫ ওভার। সিডনির হতাশাটা তাই ম্যাচের অনির্ধারিত শেষে বেড়েছে আরও। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে দুই দলের। 

    ম্যাচের বিরতিতে নিজের হতাশাটা জানিয়েছিলেন সিডনি কোচ শেন বন্ড, “আমাদের মনে হয় এটা খেলার জন্য নিরাপদ। আমরা খেলতে চাই বলে স্পিনারদের দিয়ে বোলিং করাবো, এমনও বলেছিলাম। ম্যাচে আমাদের অবস্থাটা ভাল ছিল।” 

    “(তবে) আম্পায়াররা বলেছেন (এ অবস্থায় খেলাটা) নিরাপদ নয়।” 

    ২৪ জানুয়ারি থেকে এ ভেন্যুতেই শুরু হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। যেটি আবার দিবা-রাত্রির।