• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সুস্থ হয়েও বাদ পড়বেন ওজিল?

    সুস্থ হয়েও বাদ পড়বেন ওজিল?    

    সেই বক্সিং ডেতে ব্রাইটনের বিপক্ষে ম্যাচের পর থেকে আর্সেনালের জার্সি গায়ে মাঠে নামেননি তিনি। উনাই এমেরি মাঝে জানিয়েছিলেন, হাঁটুর ইনজুরির জন্যই দলে জায়গা হয়নি মেজুত ওজিলের। তবে গত দুই সপ্তাহে বেশ কয়েকবারই অনুশীলনের ছবি দিয়ে ওজিল বুঝিয়ে দিয়েছেন, মাঠে নামার জন্য প্রস্তুত তিনি। আজ রাতে চেলসির বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে অবশ্য ওজিলের ভয়, সুস্থ থাকলেও এমেরি হয়ত তাঁকে একাদশে রাখবেন না!

    গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন উঠেছে, এই দলবদলের মৌসুমে নাকি আর্সেনাল ছাড়ছেন ওজিল। ২৬ ডিসেম্বরের পর আরও চারটি ম্যাচ খেলেছে আর্সেনাল, এর একটিতেও ছিলেন না ওজিল। অনেকের ধারণা ছিল, তাহলে কি আর্সেনালের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ওজিল? এমেরি অবশ্য জানিয়েছিলেন, ইনজুরির কারণেই দলে নেওয়া হয়নি ওজিলকে। এদিকে ওয়েস্ট হ্যামের বিপক্ষে গত ম্যাচের আগেও অনুশীলনে ছিলেন ওজিল, দিয়েছিলেন নিজের সুস্থ থাকার ইঙ্গিতও।

    চেলসির বিপক্ষে ম্যাচের আগেও অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন ওজিল। নিজের ইন্সটাগ্রামে ওজিল বলেছেন, ‘ যত যাই হোক, আমাকে একবার দলে নিয়ে তো দেখুন!’ কথাটা যে এমেরিকে উদ্দেশ্য করেই বলেছেন, সেটা বলাই বাহুল্য।

    এদিকে এমেরি জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হলে অবশ্যই একাদশে ফিরবেন ওজিল, ‘আমি চাই সব ম্যাচের আগে দলের সবাই ফিট থাকুক। তাঁর সাথে আমি কথা বলেছি। তাঁর ইনজুরির কারণে অনেক সময় সে ভালো থাকে, অনেক সময় থাকে না। আমিও চাই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক। চেলসির বিপক্ষে ম্যাচের আগে যদি সে সুস্থ থাকে তাহলে সেও খেলবে। গত দুই সপ্তাহ ধরে সে অনুশীলন করছে, আশা করি সে সুস্থ হয়ে দলে ফিরবে।’

    শেষ পর্যন্ত চেলসির বিপক্ষে ওজিলকে একাদশে রাখেন কিনা এমেরি, সেটা জানা যাবে আজ রাতেই।