ধোনি-গিলক্রিস্টের ভিডিও দেখাটা কাজে দিচ্ছে সোহানের
বিপিএলে সময়টা ভালই যাচ্ছে নুরুল হাসান সোহানের। ৬ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তার দল ঢাকা ডায়নামাইটস। ব্যাটিংয়ে নিচের দিকে খেলতে হলেও উইকেটকিপিংয়ে আলো ছড়িয়েছেন এরই মাঝে। ৬ ম্যাচে ১০ ডিসমিসাল নিয়ে উইকেটকিপিংয়ে সবচেয়ে এগিয়ে তিনি, যার মধ্যে আছে ৩টি স্টাম্পিং-ও। ব্যাটিংয়ে অবশ্য নিজেকে ঠিক সেভাবে মেলে ধরতে পারেননি, খেলতে হচ্ছে নিচের দিকেই। তবে উইকেটকিপিং নিয়ে ভারতের মাহেন্দ্র সিং ধোনি ও অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের ভিডিও দেখাটা কাজে দিচ্ছে তার।
প্রথম ম্যাচে ছয়ে নেমেছিলেন, তবে ২ বলে ১ করে আউট হয়ে গেছেন। এরপর এক ম্যাচে খেলেছেন সাতে, দুইবার আটে, একবার তো নামতে হয়েছিল নয়েও। আর এক ম্যাচে সুযোগই পাননি ব্যাটিংয়ের। নুরুল অবশ্য ব্যাটিংয়ের ক্ষেত্রে ভাবছেন শুধু দলের কথাই, “দলের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি দেখেছি যে দলের চিন্তা না করে নিজের চিন্তা করলে আমার জন্য ভালো হয়না। আমি ওই চিন্তা করি নি। আমার ভেতরে দলের দরকারটাই সবার আগে আসে। দলের জন্য ১০ নম্বরে ব্যাট করলেও আমার কোনো অসুবিধা নেই।”
কিপিংটা অবশ্য উপভোগ করছেন বরাবরের মতোই, “আমি সবসময় কিপিং উপভোগ করার চেষ্টা করি। হয়তো কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। সবসময় নিজের সামর্থ্যের শতভাগ দেয়ার চেষ্টা করি।”
কিপিংয়ে বেশ কয়েকটি মুভ দিয়ে এসেছেন নতুন করে আলোচনায়। নিজে জানালেন ধোনি-গিলক্রিস্টকে অনুসরণ করা কাজে দিচ্ছে তার, “আমার ধোনির সাথে কয়েকবার কথা হয়েছে। আমি উনার ভিডিও গুলো দেখি। আগে গিলক্রিস্ট যখন খেলত উনারটা ফলো করতাম। আমি ইউটিউব দেখি কোনটা আমার সাথে যায়। সেটাই সবচেয়ে বড় কথা। আমার জন্য অনুশীলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খারাপ সময় আসলেও অনুশীলন করে ফেরা যায়।”
কিপিং নিয়ে অবশ্য অতি-আত্মবিশ্বাসী হতে চান না তিনি, “সন্তুষ্টি আছে। আমার কাছে মনে হয় ধারাবাহিকতা রক্ষা করে পারফর্ম করতে পারা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টা করি। আজ করলাম কাল আবার মিস হয়ে যেতে পারে। মিস হবেই, এটাই স্বাভাবিক। চিন্তা থাকে অতি আত্মবিশ্বাসী না হওয়া, এটা আমার জন্য খারাপ জিনিস। আমি নিজেকে নিজের জায়গায় রাখি। আজ যা করতে পেরেছি কালও যেন সেটা করতে পারি।”