• বিপিএল ২০১৯
  • " />

     

    সোহেল তানভীরই সিলেটের অধিনায়ক

    সোহেল তানভীরই সিলেটের অধিনায়ক    

    ডেভিড ওয়ার্নার চলে গেছেন, তাঁর জায়গায় এসেছেন জেসন রয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সিলেট সিক্সারদের অধিনায়ক কে হচ্ছেন? আজ আনুষ্ঠানিকভাবে জানানো হলো, পাকিস্তানের সোহেল তানভীরই টস করতে নামবেন।

    তানভীরকে অধিনায়ক করা হলেও এখন পর্যন্ত দলে তাঁর জায়গায় নিয়মিত নয়। সিলেট সিক্সারস যে সাত ম্যাচ খেলেছে, এর মধ্যে তানভীর সুযোগ পেয়েছেন মাত্র তিনটি ম্যাচে। গত বার নাসির হোসেন ছিলেন অধিনায়ক, এবার অবশ্য দলে তাঁর জায়গাই নেই। এই মুহূর্তে তাই বিপিএলের একমাত্র বিদেশী অধিনায়ক তানভীরই।

     

     

    তানভীর অবশ্য মনে করিয়ে দিলেন, এর আগেও অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে তাঁর, ‘আমি আগেও অনেক বার কাজটা করেছি। পাকিস্তানে ঘরোয়া দলের হয়ে করেছি, কানাডার টি-টোয়েন্টি লিগে করেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়। তবে আমি অবশ্যই খুবই সম্মানিত এই দায়িত্ব দেওয়ায়। আমার ওপর আস্থা রাখার জন্য টিম ম্যানেজমেন্টকেও আমি ধন্যবাদ জানাই।’

    তানভীরের কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতির কারণে। সিলেট এই মুহূর্তে পয়েন্ত তালিকার ছয় নম্বরে, সাত ম্যাচের জয় আছে মাত্র দুইটিতে। তানভীর বলছেন, কাজটা তাঁর জন্য সহজ নয়, ‘হ্যাঁ, আমরা ঠিক আদর্শ পরিস্থিতিতে নেই। তবে নিজেদের জাগিয়ে তোলার জন্য আমরা সেরা চেষ্টাটাই করব। আমার মনে হয় এক দুই ম্যাচ ভালো খেললেই আমরা আবার মোমেন্টাম ফিরে পাব। আমরা যদি টানা দুই তিনটি ম্যাচ জিততে পারি তাহলে যে কোনো কিছুই হতে পারে।’

    ওয়ার্নারের শুন্যস্থান পূরণ করতে পারবেন বলেও আশাবাদী তানভীর, ‘হ্যাঁ, আমরা তো অবশ্যই ওয়ার্নারকে মিস করব। শুধু ভালো একজন ব্যাটসম্যানই নয়, ওয়ার্নার একজন ভালো নেতাও। ডাগআউটেও দারুন উদ্দীপ্ত করে দলকে। তবে আমাদের জেসন রয় এসেছে। সমস্যা হচ্ছে, আমাদের বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং সব এক সাথে ভালো হচ্ছে না। ভালো বল করলে ব্যাট করতে পারছি না, ব্যাট করলে বল করতে পারছি না। আবার ফিল্ডিংও হচ্ছে না। তিনটি একসঙ্গে ভালো হলে আমরা ভালো করতে পারব বলে মনে করি। ’