• বিপিএল ২০১৯
  • " />

     

    বৃষ্টি নয়, সূর্যের কারণে বন্ধ খেলা

    বৃষ্টি নয়, সূর্যের কারণে বন্ধ খেলা    

    বৃষ্টির জন্য খেলা থেমে যাওয়ার ঘটনা ক্রিকেটে অহরহই ঘটে। কয়েকদিন আগে তো লোডশেডিংয়ের জন্য বিগ ব্যাশের একটা ম্যাচই পরিত্যক্ত হয়ে গেল। কিন্তু সূর্যের কারণে খেলা বন্ধ, এমন কখনো শুনেছেন? নেপিয়ারের ম্যাকলিন পার্কে সেটিই হয়েছে। ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে আজ প্রায় আধ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা।

     

     

    ১১তম ওভারের খেলা চলছিল তখন। লকি ফার্গুসনের বলে ব্যাট করছিলেন শিখর ধাওয়ান। কিন্তু সূর্য সরাসরি তাঁর চোখে এসে পড়ায় আর ব্যাট করতে পারছিলেন না। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন ধাওয়ান-কোহলি। প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে খেলা।

    বিরল হলেও ক্রিকেটে এই ধরনের ঘটনা অবশ্য একদম অভিনব নয়। দুই বছর আগে বাংলাদেশ-নিউজিল্যাডের টি-টোয়েন্টি ম্যাচেই সূর্য এরকম বিঘ্ন ঘটিয়েছিল। এই বছর এখানেই সুপার স্ম্যাশের একটা ম্যাচে সাময়িকভাবে বন্ধ ছিল খেলা। সেটাও সূর্যের কারণেই। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রধান নির্বাহী পিট ডে ওয়েট বলেছেন, এই ঘটনা নতুন কিছু নয়। বিশেষ করে সন্ধ্যার দিকে সূর্য সরাসরি এসে পড়ে চোখের ওপর।

    কিন্তু নেপিয়ার পার্কেই এই সমস্যা হয় কেন? ব্যাটসম্যানদের ওপর আলো এড়াতে ক্রিকেট পিচ সাধারণত উত্তর-দক্ষিণমুখী হয়। কিন্তু ম্যাকলিন পার্কে সেটি হয়ে আছে পূর্ব-পশ্চিমমুখী। দক্ষিণ আফ্রিকার আম্পায়ার শন জর্জ বলেছেন, তাঁর ১৪ বছরের ক্যারিয়ারে এমন কিছু দেখেননি। ভাগ্য ভালো, পরে আবার খেলা শুরু হয়েছে।