'দ্বিতীয় জীবন' পেয়ে পেছনে তাকাতে চান না সাব্বির
দৃশ্যপটে বলতে গেলে ছিলেনই না। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ছিল ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এক মাস কমিয়ে এনে তাঁকে ঢুকিয়ে দেওয়া হলো জাতীয় দলে। নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেয়ে গেছেন সাব্বির রহমান, সেটি নিয়ে আলোচনা সমালোচনাও হচ্ছে বেশ। আজ চট্টগ্রামে সিলেট সিক্সারসের টিম হোটেলে সাব্বির এসব ভুলে সামনেই তাকাতে চাইলেন, দ্বিতীয় জীবনটা শুরু করতে চাইছেন নতুন করে।
দুই বছর আগে বিপিএলে বিশাল অঙ্কের জরিমানা দিয়ে শুরু, এরপর মাঠের বাইরের নানা ঘটনায় বার বার অভিযুক্ত হয়েছেন সাব্বির। দর্শক পেটানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গালি দেওয়ার জন্যও আবার নিষিদ্ধ হয়েছেন ছয় মাস। এত কিছুর পর আবার সুযোগ পেয়ে সাব্বির তাকাতে চাইলেন সামনের দিকে, ‘অতীত আর মনে করতে চাই না। ভবিষ্যতে যেন তেমন কিছু না হয় সেদিকে খেয়াল রাখবো।’
এই ছয় মাস সময়টা কীভাবে কেটেছে তাঁর? সাব্বির এখন পড়ছেন অনুতাপে, ‘নিজের বোধ আর অনুভূতির কাছেই দগ্ধ হচ্ছিলাম। কাউকে বলতেও পারছিলাম না। একইসঙ্গে চেষ্টা করছিলাম বিপিএলে যদি ভাল কিছু করতে পারি সুযোগ থাকবে এবং কিছুটা করে জাতীয় দলে ফিরেছি। দেখা যাক জাতীয় দলে ভাল কিছু করতে পারি কিনা।’
নিউজিল্যান্ড সিরিজের দরজা যখন খুলেছে, বিশ্বকাপের দুয়ারও খুলতে পারে সাব্বিরের। সেদিকেই এখন তাকিয়ে আছেন, ‘আসলে এটা আমার সেকেন্ড লাইফ। প্রথম ম্যাচটা যখন খেলবো আমার সেকেন্ড ডেব্যু হবে বাংলাদেশ দলে। চেষ্টা করবো এখান থেকে ভাল কিছু করার। আগের সাব্বির যেভাবে খেলেছে সেভাবে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করবো। কখনও ব্যর্থ হলেও নিজের উপর বিশ্বাস রাখবো এবং টিম ম্যানেজমেন্ট যা চায় তাই করবো। ’
বিপিএলে সেরকম কিছু করতে না পারলেও ৮৫ রানের একটা ইনিংসে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। সাব্বির চান সামনে সুযোগটা আরও ভালোভাবে কাজে লাগাতে, ‘অনেক বড় একটা বড় মঞ্চ। আন্তর্জাতিক ম্যাচের মতোই হয় এখানে। ওরকমই প্রতিযোগিতা হয়, চাপ আসে। আমি ৮ ম্যাচ খেলছি। ওভাবে রান করতে পারিনি। একটা ম্যাচে রান করেছি ওটাই হয়ত আমাকে সাহাজ্য করেছে জাতীয় দলে ফিরতে। চেষ্টা করবো শেষ চার ম্যাচ আছে ভাল খেলার জন্য। নিজের সেরাটা দেয়ার চেষ্টা থাকবে।’
পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদও দিলেন, ‘বিসিবিকে অসংখ্য ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য এবং সাহাজ্য করার জন্য। আবারও ধন্যবাদ সবাইকে... আমার ফ্যান-ফলোয়ার যারা আছেন যারা সাপোর্ট করে যাচ্ছেন... চেষ্টা করবো তাদের সম্মান রাখার জন্য এবং নিজের মান-সম্মান রেখে খেলার জন্য।’