• বিপিএল ২০১৯
  • " />

     

    'ভাগ্য' ফেরাতেই সিলেটের অধিনায়ক কাপালি

    'ভাগ্য' ফেরাতেই সিলেটের অধিনায়ক কাপালি    

    ডেভিড ওয়ার্নার চলে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর সবচেয়ে বড় প্রশ্ন, সিলেট সিক্সারদের অধিনায়ক কে হবেন? সোহেল তানভীরের নাম ঘোষণা করার পর অনেকেরই ভ্রু কুঁচকে গিয়েছে। এক ম্যাচ পরেই অবশ্য তানভিরের জায়গায় টস করতে নেমেছেন অলক কাপালি, তাতে ভাগ্যও বদল হয়ে গেছে সিলেটের। রাজশাহীকে উড়িয়ে দেওয়ার পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাপালি বলেছেন, ‘ভাগ্য’ ফেরানোর জন্যই তাঁকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে।

     

     

    প্রথম সাত ম্যাচে অধিনায়ক ছিলেন ওয়ার্নার । তবে পাঁচ ম্যাচের পরেই সিদ্ধান্ত হয়, কনুইয়ের চোটের জন্য দেশে ফিরে যাবেন। এরপর কে অধিনায়ক কে হবেন, সেটা তখনই জানানো হয়নি। তিন দিন আগে সিলেটের অনুশীলনের পরেই জানানো হয়েছে, সোহেল তানভীরই অধিনায়ক। যদিও জাতীয় পর্যায়ে সেভাবে অধিনায়ক ছিলেন না কখনো, অভিজ্ঞতা বলতে শুধু ঘরোয়া লিগে টস করতে নামা। সেক্ষেত্রে দেশের অলক বা নাসিরদের মতো সিনিয়রদের বাদ দিয়ে তানভীরকে কেন অধিনায়ক করা হলো, সেই প্রশ্নও উঠেছে।

    তবে খুলনার কাছে হেরে যাওয়ার এক ম্যাচ শেষেই তানভীরকে সরে যেতে হয়েছে। কাপালিই আজ নেমেছে টস করতে। এবং প্রথম ম্যাচেই বাজিমাত। আজ সংবাদ সম্মেলনে কাপালি বলেছেন, ভাগ্য ফেরাতেই এই সিদ্ধান্ত, ‘এটা তো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমাকে যখন বলা হলো, আমি নিজে থেকে বললাম সমস্যা নাই। এটা আসলে লাকটা চেঞ্জ করার জন্য। দেখা গেছে, খুব ক্লোজ ম্যাচ যেগুলো আমাদের জেতার মতো ছিল সেগুলোও আমরা হেরে গেছি। এজন্যই হয়তো ম্যানেজমেন্ট থেকে চিন্তা করেছে, লাকটা চেঞ্জ করার জন্য অধিনায়কত্ব বদলানো দরকার। ’

    কিন্তু ওয়ার্নার চলে যাওয়ার পর কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো না? কাপালি অবশ্য খুব গুছিয়ে উত্তরটা দিতে পারলেন না ‘না, এখানে তো অনেক সিনিয়র খেলোয়াড় আছে। আগে তো ওদেরকে দেখবে, এরপর হয়তো আমাকে বলবে। ওয়ার্নার তো অধিনায়ক ছিলই। এখন ওর চোট বড়, সেটি নিয়েও খেলেছে।’

    বিদেশীদের কি বিপিএলের মতো আসরে অধিনায়কত্ব করা উচিত? কাপালি অবশ্য তাতে আপত্তির কিছু দেখেন না, ‘না, এটা আসলে মনে করি না। ওয়ার্নার তো আমাদের জন্য ভালো ছিল। স্মিথ, ওয়ার্নারের মতো কেউ আসলে তো আমাদের জন্য ভালো। ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের সিনিয়রদের তো অবশ্যই আগে অগ্রাধিকার দেওয়া উচিত, এরপর বিদেশী ভালো খেলোয়াড় থাকলে তাদের আসা উচিত।’