• " />

     

    তামিম মানলেন, টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা কঠিন

    তামিম মানলেন, টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা কঠিন    

    লরি ইভান্সকে দিয়ে শুরু , এরপর বিপিএলে কাল এক ইনিংসেই সেঞ্চুরি পেয়ে গেছেন রংপুরের রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। তবে দেশীদের ব্যাটে সেঞ্চুরির আকাল আর কাটছে না। সেই দুই বছর আগে সর্বশেষ রাজশাহী কিংসের হয়ে সেঞ্চুরি পেয়েছিলেন সাব্বির রহমান, এরপর বিপিএলে বাংলাদেশের কেউ তিন অঙ্কের দেখা পাননি। আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলনে তামিম ইকবাল মনে করিয়ে দিলেন, পরের ধাপে নিজেদের নিয়ে যাওয়ার জন্যই সেঞ্চুরি দরকার দেশীদের। সেটি করতে না পারাটা যে কঠিন, তাও মানলেন।

     

     

    এখন পর্যন্ত বিপিএলে যে ১৫টি সেঞ্চুরি হয়েছে, তাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবদান মাত্র তিনটি। শাহরিয়ার নাফীস, আর মোহাম্মদ আশরাফুলের পর সাব্বির রহমানই সর্বশেষ সেই তিন অঙ্কের দেখা পেয়েছেন। এই মৌসুমেই যেমন লিটন দাস, সাব্বির রহমান, ইয়াসির আলীরা কাছাকাছি গিয়েও পাননি। তামিম বলছেন, সেঞ্চুরি করাটা কঠিন হলেও ম্যাচ শেষ করে আসাটা খুবই দরকার,  ‘দেশি খেলোয়াড়দেরও সুযোগ ছিল। কালকের ম্যাচে ইয়াসির আলী যেভাবে ব্যাটিং করেছে তার একটা সুযোগ ছিল। আমি যেদিন খুলনার সঙ্গে ব্যাটিং করেছি সেদিন আমারও সুযোগ ছিল। ওই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি বলেছিলাম নিজেকে যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে হয় এই ইনিংসগুলো বড় করতে হবে। ম্যাচ শেষ করে আসতে হবে। যখন খেলা শেষ করবেন দেখবেন এই সেঞ্চুরি…টি–টোয়েন্টিতে বলে সেঞ্চুরি করা খুব কঠিন। এটা খুব রেয়ার। তবে সুযোগ অবশ্যই থাকে। ওপরে যারা ব্যাটিং করি তাদের সুযোগ থাকে। আমি কিংবা বাংলাদেশের কেউ যদি করে তবে সেটি অনেক বড় অর্জন হবে।’

    প্রশ্ন উঠল সাব্বির রহমানকে নিয়েও। নিষেধাজ্ঞা শেষের আগেই নিউজিল্যান্ড দলে ফেরানোয় আছে অনেক প্রশ্ন। তামিম আশা করছেন, এবার সাব্বির নতুন মানুষ হয়েই ফিরবেন, ‘যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সে ১৫জনের অংশ। তার প্রতি এটাই শুভকামনা থাকবে যে, অতীতে যে সে ভুলগুলো করেছে আশা করি সেটির পুনারবৃত্তি হবে না। সে নিজেও হয়তো এটা বোঝে। ওর সঙ্গে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করি। আশা করি অন্য মানুষ হয়ে সে ফিরবে। ওর যে দায়িত্ব আছে শুধু বাংলাদেশের হয়ে খেলাই নয়, খেলোয়াড় হিসেবে যা যা করার দরকার সব পালন করবে।’

    ইমরুল কায়েসকে কেন বাদ দেওয়া হলো, সেই প্রশ্নও করা হলো। তামিম আশাবাদী, পরের বার সুযোগ আসলে সেটি ইমরুল লুফে নেবেন, ‘এটা দুর্ভাগ্য, একটা সিরিজে ৩৫০ রানের ওপরে করেছে। পরে দুটি ম্যাচে খারাপ করেছে। এতে নির্বাচিত না হওয়া, এটাও মেনে নিতে হবে ক্রিকেটে এটা হয়, অনেক সময় পজিশন, দলের সমন্বয়ের কারণে সব কিছু মন মতো হয়তো হয় না। তবে নির্বাচক, কোচ কিংবা অধিনায়কের মাথায় হয়তো ইমরুল ছিল। তবে ভাবনায় নিশ্চয়ই কিছু একটা ছিল বলে হয়তো তাঁকে নেওয়া হয়নি। তবে সব সময়ই সুযোগ আসে, আশা করি তখন সেটি লুফে নেবে।’