• " />

     

    শচীনকে ছাড়িয়ে গেলেন ১৬ বছরের নেপালি তরুণ!

    শচীনকে ছাড়িয়ে গেলেন ১৬ বছরের নেপালি তরুণ!    

    মাত্র ১৬ বছর বয়সেই হচ্ছে অভিষেক। নেপালের রোহিত পাউদেল হয়ত স্বপ্নেও ভাবেননি, নিজের প্রথম ওয়ানডেতেই এমন এক রেকর্ড গড়বেন। দুবাইয়ে আরব আমিরাতে বিপক্ষে অভিষেক ম্যাচেই ফিফটি করে রোহিত বনে গেছেন ক্রিকেটের সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান! এই রেকর্ড গড়া ফিফটিতে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকেও।

     

     

    ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৬ বছর ২১৩ দিন বয়সে টেস্টে ফিফটি করেছিলেন শচীন। সাত বছর পর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ১৬ বছর ২১৭ দিনে হাফ সেঞ্চুরি করেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। রেকর্ডটি দীর্ঘ ২৩ বছর ধরে অক্ষত ছিল।

    ২৩ বছর পর সেই রেকর্ড ভাঙলেন নেপালের তরুণ ব্যাটসম্যান রোহিত। মাত্র ১৬ বছর ১৪৬ দিনেই অভিষেক ম্যাচে করেছেন ফিফটি। গতকাল আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে নামা নেপালের পাঁচ উইকেট যাওয়ার পর ক্রিজে নামেন রোহিত। ৫৮ বলে রোহিত করেন ৫৫ রান। আর এই ফিফটি তাকে নিয়ে গেছে শচীন-আফ্রিদিদের ওপরে। শেষ পর্যন্ত এই ম্যাচে আরব আমিরাতকে ১৪৫ রানে হারিয়ে সিরিজে ফিরেছে নেপাল।

    ছেলেদের যেকোনো ফরম্যাটের ক্রিকেটে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হলেও ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে কিন্তু তিনি দ্বিতীয় স্থানেই আছেন। দক্ষিণ আফ্রিকার প্রমীলা ক্রিকেটার জোহমারি লোতেনবার্গ মাত্র ১৪ বছর বয়সে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই হাফ সেঞ্চুরি করে অনন্য এক রেকর্ড গড়েছিলেন।