• " />

     

    দুর্দান্ত জোকোভিচে অসহায় নাদাল

    দুর্দান্ত জোকোভিচে অসহায় নাদাল    

    অপেক্ষা ছিল মহাকাব্যিক একটা লড়াইয়ের। কিন্তু কাব্য দূরে থাক, একটা ছোটগল্পও হলো না ঠিকমতো। রাফায়েল নাদালকে যে পাত্তাই দিলেন না নোভাক জোকোভিচ। ৬-৩, ৬-৩,৬-৩ গেমে উড়িয়ে জোকোভিচ জিতে নিলেন রেকর্ড সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন আর নিজের টানা তৃতীয় গ্র্যান্ড স্লাম।

     

     

    অথচ এই ম্যাচ নিয়ে ছিল কত জল্পনা কল্পনা। ২০১২ সালে এই রড লেভার এরেনাতেই দুই জনের সর্বশেষ লড়াইটা ছিল পাঁচ সেট আর প্রায় ছয় ঘণ্টার একটি ক্লাসিক দ্বৈরথ। কিন্তু আজ প্রথম শট থেকেই জোকোভিচ বুঝিয়ে দিচ্ছিলেন, দিনটা তাঁর হাতে যাচ্ছে। নাদালকে ব্রেক করে শুরুতেই, প্রথম সেট জিততে তাই কষ্ট হয়নি মোটেই। নাদাল অবশ্য পিছিয়ে পড়েও এভাবে ঘুরে দাঁড়িয়েছেন অনেক বার। কিন্তু আজ আর রূপকথা হলো না, নিখুঁত জোকোভিচ সেই সুযোগই দিলেন না নাদালকে। ৩৪টি উইনার মেরেছেন জোকোভিচ, আনফোর্সড এরর ছিল নয়টি। পরের দুই সেটেও একবারের জন্যও থিতু হতে দেননি। দ্বিতীয় সেটে এসেও পঞ্চম গেমে ব্রেক করেছেন, এরপর তৃতীয় সেটে এসে ২-১ এ এগিয়ে তজাকা অবস্থায় আবার ব্রেক করেছেন।  ক্যারিয়ারের ১৫তম গ্র্যান্ড স্লামটাও তাই জিতেছেন অনায়াসেই। দাদালের ১৭টি আর ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্লামের রেকর্ডের আরেকটু কাছে গেলেন।

    সব মিলে নাদালের সঙ্গে দ্বৈরথেও আরও এগিয়ে গেলেন জোকোভিচ। দুই জনের সর্বশেষ ১৬ দেখায় নাদাল জিতেছেন মাত্র তিনটিতে, ২০১৩ সালের পর থেকে হার্ড কোর্টে জোকোভিচকে হারাতে পারেননি একবারও। অথচ নাদালের সঙ্গে হাতছানি দিচ্ছিল সবগুলো গ্র্যান্ড স্লাম অন্তত দুইটি করে জেতার প্রথম কীর্তি গড়ার। কিন্তু জোকোভিচই সেমিফাইনালে ওঠার পর সব গ্র্যান্ড স্লাম জেতার দারুণ রেকর্ডটা আরেকটু দারুণ করলেন।