• বিপিএল ২০১৯
  • " />

     

    বুদ্ধি খাটিয়েই 'চ্যালেঞ্জটা' নিতে চান রুবেল

    বুদ্ধি খাটিয়েই 'চ্যালেঞ্জটা' নিতে চান রুবেল    

    এখন পর্যন্ত চট্টগ্রামের উইকেট বোলারদের জন্য মূর্তিমান বিভীষিকাই, বিশেষ করে যদি ম্যাচটা হয় রাতে। দুই দিন আগে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন হেলস আর রুশো, কাল তো রাজশাহীর ১৯৮ রান প্রায় টপকেই গিয়েছিল চট্টগ্রাম। রংপুর-ঢাকার প্রথম দেখাতেই রানপ্রসবা দারুন এক রোমাঞ্চকর ম্যাচ হয়েছিল। আর এবার চট্টগ্রাম তো আরও বড় কিছুর জন্য প্রস্তুত। তবে বোলারদের বধ্যভূমির সামনে দাঁড়িয়ে ভয় পাচ্ছেন না ঢাকা ডায়নামাইটসের রুবেল হোসেন। বরং বুদ্ধি খাটিয়েই বল করতে চান।

     

     

    পিচ তো ব্যাটিং সহায়কই, রাতে শিশিরের জন্য বোলারদের বল করাই হয়ে ওঠে কঠিন। কাল ঢাকা-রংপুর ম্যাচে চট্টগ্রামে টস হতে পারে তাই বড় একটা নিয়ামক। রুবেল অবশ্য সিদ্ধান্তটা অধিনায়কের ওপরেই ছেড়ে দিলেন, ‘এটা সম্পূর্ণ আমাদের ম্যানেজমেন্ট দেখবে যে টসে জিতলে কি নেবে। উইকেট দেখবে। আমরা এর আগে রংপুরের ম্যাচে দেখেছি ওরা দুইশত্র বেশি রান করেছে। এছাড়া বাকী ম্যাচেও ১৮০ রানের মতো হচ্ছে। অধিনায়ক কোচ এরাই সিদ্ধান্ত নিবে কোনটা নিলে ভালো হবে।’

    রুবেলও দেখেছেন, চট্টগ্রামের উইকেটে কেমন রান হচ্ছে। সেখানে তাই বুদ্ধি খাটিয়েই বল করতে চান, ‘টিভিতে দেখেছি আমরা দুইটা ম্যাচ, চট্টগ্রামের উইকেট খুবই সুন্দর। ব্যাটসম্যানদের জন্য খুব সহায়ক একটা উইকেট। তো এখানে আমার কাছে মনে খুব ভালো খেলা হবে। যেহেতু দুইটা দলই খুব ভালো দল। দেখা যাক কি হয়। এমন উইকেটে আমরা যারাই বল করবো না কেন খুব বুদ্ধি খাটিয়ে বল করতে হবে।’

    এখন পর্যন্ত ঢাকার হয়ে বড় ভরসা রুবেলই। ৮ ম্যাচে পেয়েছেন ১০ উইকেট, তবে তার চেয়েও বড় কথা ইকোনমি রেটটা দারুণ। অন্তত ১০ উইকেট পেয়েছেন এমন পেসারদের মধ্যে রুবেলের চেয়ে ভালো ইকোনমি রেট আছে শুধু মোস্তাফিজের। রুবেল তাই চ্যালেঞ্জটা নিতে ভয় পাচ্ছেন না, ‘আমি কোন চ্যালেঞ্জ ফিল করছি না। আমার লক্ষ্য আমি প্রত্যেকটা ম্যাচ ভালো বল করতে চাই। মাঝে মধ্যে ভালো বলেও উইকেট পাই, মাঝে মধ্যে খারাপ বলেও উইকেট পাই। উইকেটটা কিছু কিছু সময় ভাগ্য সহায়ক হতে হয়। তাসকিন আরও যারা আছে তারা খুবই ভালো বল করছে। এটা চ্যালেঞ্জ না, আমার লক্ষ্য ভালো করতে চাই।’

    এই মুহূর্তে বিপিএল দারুণ জমে উঠেছে। চিটাগং শীর্ষে থাকলেও ঢাকা, রংপুর, কুমিল্লা, রাজশাহীর সুযোগ আছে শীর্ষে যাওয়ার। রুবেল এই সুযোগটাই নিতে চান, ‘অবশ্যই। সবগুলো দলই দেখবেন যে বেশ ভালো। চিটাগং খুব ভালো খেলছে হয়তো শেষ দুইটা ম্যাচ হেরেছে। আমরা শীর্ষে ছিলাম, দুইটা ম্যাচ ক্লোজ ম্যাচ হেরেছি। ইনশাল্লাহ পরের ম্যাচে কামব্যাক করতে পারি ইনশাল্লাহ আমরা আবার শীর্ষে চলে আসব।’