• " />

     

    কয়টি সেঞ্চুরি হয়েছে, নিজেই জানেন না ডি ভিলিয়ার্স

    কয়টি সেঞ্চুরি হয়েছে, নিজেই জানেন না ডি ভিলিয়ার্স    

    - এর আগে তো তিনটি সেঞ্চুরি করেছেন, এটি আপনার কাছে কতখানি আলাদা?-

    - সত্যি বলব, না মিথ্যা বলব

    -সত্যিটাই বলুন

    -সত্যিটা হচ্ছে, সেঞ্চুরির কানাকড়িও দাম নেই আমার কাছে। এটা নিয়েও আমি ১ ভাগও ভাবি না। আমি জানিও না কয়টি সেঞ্চুরি হয়েছে। আমি শুধু জানি, আমাকে ম্যাচ শেষ করে আসতে হবে। এটাই আমার লক্ষ্য। আপনাকে হতাশ করতে হলো, দুঃখিত (হাসি)

     

     

     

    এবি ডি ভিলিয়ার্স আজ যেমন খেলেছেন, তার চেয়েও যেন সংবাদ সম্মেলনটা আরও বেশি দুর্দান্ত হলো। অকপট ভাষাতেই বললেন, নিজের সেঞ্চুরি নিয়ে কোনো ভাবনা নেই তাঁর। কিন্তু তারপরও সেঞ্চুরি মানে তো একটি বিশেষ কিছু? একটু হলেও কি আলাদা কোনো অনুভূতি নেই? ডি ভিলিয়ার্সকে এবারও টলানো গেল না। আগের কথাটাই আবার বললেন, খেলাটা শেষ করে আসতে পারলে আর দল জিতলেই ভালো লাগে তাঁর। এর বাইরে তাঁর কোনো ভাবনা নেই।

     

    আজ যেমন খেলেছেন, তাতে ডি ভিলিয়ার্সকে কেউ থামাতে পারবেন কি না সেই প্রশ্ন উঠল। বিশেষ করে তাঁর আসার পর থেকেই দুরন্ত গতিতে ছুটছে র ংপুর। তাহলে ড ভিলিয়ার্স নামটার মধ্যেই কি কোনো জাদু আছে? নিজে অবশ্য তা মানলেন না, 'না, এই দলটাই আসলে দারুণ। আমরা সবাই একই মানসিকতার, সবার চিন্তাভাবনায় মিল আছে। এজন্য আমার কাজটাও সহজ হয়ে গেছে। সবার অবদানেই এসেছে এই জয়।'

    ছয় ম্যাচ খেলেই চলে যাবেন দক্ষিণ আফ্রিকা? ডি ভিলিয়ার্স অবশ্য রংপুরকে আশা দেখালেন না, 'আমার কাছে পরিবার সবকিছুর আগে। এজন্যই কিন্তু আমি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছছি। এখানে ছয় মযাচ খেলব, সেটা আগে থেকে ঠিক করা। রংপুর অবশ্য চারে উঠলে কী হবে জানি না, সেটা তখন দেখা যাবে। কিন্তু আমার মনে হয় আমি  দুই সন্তান ও স্ত্রীর কাছে ফিরে যেতে চাই। পরের বছর এলে তখন হয়তো আরেকটু সময় নিয়ে ভালোমতো পরিকল্পনা করা যাবে।'

    রংপুরের টপ অর্ডার এমনই ভয়ংকর, যে কোনো একজন জ্বলে উঠলেও ম্যাচটা তাদের হয়ে যেতে পারে। রুশো। হেলস, ডি ভিলিয়ার্সরা সেঞ্চুরি পেয়ে গেলেও এখন পর্যন্ত গেইল দর্শক। তবে ডি ভিলিয়ার্স বলছেন, গেইলের রান পাওয়া সময়ের ব্যাপার, 'সে টুর্নামেন্টের যে কোনো একটা পর্যায়ে গিয়ে রান করবেই। সেমিফাইনাল, ফাইনালেই এটা বেশি দরকার। এই খেলার কিংবদন্তিদের একজন সে, আমি ওর কাছে খুব শিগগির একটা সেঞ্চুরি আশা করছি। বোলারদের ভয় পাওয়াই উচিত।'