• " />

     

    খাড়কার 'প্রথমে' নেপালের ইতিহাস

    খাড়কার 'প্রথমে' নেপালের ইতিহাস    

    স্কোর

    আরব আমিরাত ৫০ ওভারে ২৫৪/৬ ( আনোয়ার ৮৭, বুটা ৫৯; খাদকা ২/৪৪, করন ২/৪৬)

    নেপাল ৪৪.৪ ওভারে ২৫৫/৬ ( খাড়কা ১১৫, কামী ২৬*; হায়দার ২/৫০, আশফাক ২/৫৫)

    নেপাল ৪ উইকেটে জয়ী

     

     

     

    এই মুহূর্তটার জন্য নেপালের ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা ছিল বহুদিনের। একই দিনে কাল নেপাল গড়েছে দুটি ইতিহাস। প্রথম নেপালি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক পরশ খাড়কা। তার ইতিহাস গড়া এই সেঞ্চুরিতেই তৃতীয় ওয়ানডেতে আরব আমিরাতকে চার উইকেটে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতল নেপাল।

    গত বছরের ১৫ মার্চ ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল নেপাল। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা ১-১ এ ড্র হওয়ায় সিরিজ জয়ের স্বাদ পাওয়া হয়নি। আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো, মাত্র ১১৩ রানেই অলআউট হয়েছিল নেপাল। প্রথম ওয়ানডের হতাশার পর দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাড়ায় তারা।

     

     

    তৃতীয় ওয়ানডেতে সাইমন আনোয়ারের ৮৭ ও মোহাম্মদ বুটার ৫৯ রানের সুবাদে নেপালের সামনে ২৫৫ রানের বড় লক্ষ্য দাড় করায় আরব আমিরাত। জিততে হলে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানটাই করতে হতো নেপালকে। শুরুটা ভালো হলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে নেপাল। ১২৯ রানে চার উইকেট হারানোর পর দলকে পথ দেখিয়েছেন অধিনায়ক খাড়কা। ১৫ চার ও এক ছয়ে সাজানো ইনিংসে ১০৯ বলে করেছেন ১১৫ রান। নেপালের ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম সেঞ্চুরি।

    খাড়কা আউট হলেও আরিফ শেখ ও সোম্পাল কামীর দৃঢ়তায় ছয় ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল। প্রথম সেঞ্চুরির পর দলকে প্রথম সিরিজ জয় এনে দেওয়া, খাড়কাকে ঘিরে নেপালি ক্রিকেটারদের উল্লাসটা ছিল তাই বাঁধভাঙ্গা।