১৯ অক্টোবর শুরু বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ
সরাসরি সুপার ১২ তে খেলতে হলে ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মাঝে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হতো বাংলাদেশকে। সেটা না হওয়ায় অস্ট্রেলিয়াতে হতে যাওয়া ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে প্রাথমিক বাছাইপর্বে। তাই মূল বিশ্বকাপ ২৪ অক্টোবর থেকে শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে ১৯ অক্টোবর থেকেই।
প্রাথমিক পর্বে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’ তে। বাছাইপর্ব পেরিয়ে আসা অন্য তিন দলের সাথে খেলতে হবে তাদের। এই গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে পারলেই সুপার ১২তে জায়গা করে নেবে বাংলাদেশ। প্রাথমিক পর্বের সব ম্যাচই হবে তাসমানিয়ার বেলেরিভ ওভালে। প্রাথমিক পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ১৯ অক্টোবর, ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুরটায়। দ্বিতীয় ম্যাচ হবে ২১ অক্টোবর সন্ধ্যা সাতটায়। ২৩ অক্টোবর সন্ধ্যা সাতটায় হবে এই পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ। অন্যদিকে বাংলাদেশের মতো প্রাথমিক পর্ব পার হয়ে আসতে হবে শ্রীলংকাকেও, তারা আছে এ গ্রুপে।
প্রাথমিক পর্বে শীর্ষে থাকলে বাংলাদেশ সুপার ১২ তে খেলবে বি গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও প্রাথমিক পর্বের এ গ্রুপের দ্বিতীয় দল। সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ শুরু ২৬ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে, খেলাটি হবে পার্থে।
আর প্রাথমিক পর্বে রানার্সআপ হলে বাংলাদেশ খেলবে সুপার ১২এর এ গ্রুপে। সেখানে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও প্রাথমিক পর্বের এ গ্রুপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ শুরু ২৫ অক্টোবর, প্রতিপক্ষ প্রাথমিক পর্বের এ গ্রুপের চ্যাম্পিয়ন, খেলা হবে হোবার্টে।
এদিকে ২০১১ বিশ্বকাপের পর ২০২০ সালেই প্রথমবার আইসিসির টুর্নামেন্টে গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। ২০১১ সালে সেমিফাইনালে দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এরপর পাঁচটি আইসিসি টুর্নামেন্টের প্রতিটিতেই গ্রুপ পর্বে দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। এই বছরের ওয়ানডে বিশ্বকাপেও গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই দল। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত খেলবে সুপার ১২ এর বি গ্রুপে, পাকিস্তান খেলবে এ গ্রুপে।