• " />

     

    তিন ফিফটিতে সিরিজ বাংলাদেশ অ-১৯ এর

    তিন ফিফটিতে সিরিজ বাংলাদেশ অ-১৯ এর    

    ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২৫৬/৭, ৫০ ওভার 
    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২৫৮/৫, ৪৭.৫ ওভার
    বাংলাদেশ অ-১৯ ৫ উইকেটে জয়ী 


    ২য় যুব ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই ৩ ম্যাচের সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লুইস গোল্ডসওর্থির ৭৩ রানের ইনিংসে ভর করে ২৫৬ রান তুলেছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, জবাবে তানজিদ হাসানের ৪৬ বলে ৭০ রানের পর মাহমুদুল হাসান ও আকবর আলির ফিফটিতে ১৩ বল বাকি থাকতেই জিতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। 

     

     

    কক্সবাজারে টসে জিতে ব্যাটিং নিয়েছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯। বেন চার্লসওর্থ ও উইল স্মিডের ওপেনিং জুটিতেই উঠেছিল ৮৭ রান। পরপর দুই ওভারে ফিরেছিলেন দুজন, তবে ইংল্যান্ডকে আবার পথ দেখিয়েছেন গোল্ডসওর্থি ও জেমি স্মিথ। দুজনের জুটিতে উঠেছে ১১১ রান। এরপর ৩২ রানের ব্যবধানে তারা হারিয়েছে ৫ উইকেট, শেষদিকে জর্জ বাল্ডারসনের ১৪ বলে ২৯ রানের ইনিংসে ভর করে ২৫৬ পর্যন্ত গেছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯। মৃত্যুঞ্জয় ৪ উইকেট নিয়েছেন ৫০ রানে, তিনটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান, আশরাফুল ইসলাম ও রিশাদ হাসান। 

    এরপর শুরুতেই ঝড় তুলেছিলেন তানজিদ। ১২.২ ওভারে ৪২ বলে ৩১ রান করে তানজিদের সঙ্গী প্রান্তিক নওরোজ ফেরার সময় দলের রান ছিল ৮৮। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। তবে মাহমুদুল ও আকবরের ১০৬ রানের জুটি বিপদ ঘটতে দেয়নি আর। ৭৫ বলে ৫৭ রান করে আকবর ফিরলেও মাহমুদুল অপরাজিত ছিলেন ৯২ বলে ৫৮ রান করে। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নিয়েছেন হামিদুল্লাহ কাদরি। একটি করে নিয়েছেন বাল্ডারসন ও জর্জ হিল। 

    দুই দলের তৃতীয় ওয়ানডে একই ভেন্যুতে ২ ফেব্রুয়ারি। এর আগে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচও জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। এ সফরে দুইটি যুব টেস্টও খেলবে দুই দল।