• বিপিএল ২০১৯
  • " />

     

    যেভাবে রংপুরকে হারালেন কুমিল্লার 'দুই অধিনায়ক'

    যেভাবে রংপুরকে হারালেন কুমিল্লার 'দুই অধিনায়ক'    

    স্টিভ স্মিথ চলে যাওয়ার পর তামিম ইকবালের কাছে দায়িত্বটা যেতেই পারত। গত বছর তো তিনিই ছিলেন অধিনায়ক। তবে ইমরুল কায়েসই অধিনায়ক হলেন, আর দলকে দুই বছর বাদে আবার নিয়ে গেলেন বিপিএলের ফাইনালে। তবে সংবাদ সম্মেলনে অধিনায়কের কীর্তিটা ভাগাভাগিই করে নিলেন তামিমের সঙ্গে। বিশেষ করে আজ যে দুজন মিলেই অনেক সিদ্ধান্ত নিয়েছেন, সেটিও বললেন।

     

     

    আগের ম্যাচেই দেখা গেছে, ফিল্ডিং সাজানো থেকে শুরু করে বোলারের সঙ্গে কথা বলার কাজও তামিম করছেন। আজ তো ক্যাচ মিস করার পর তামিম বেশ রেগেই গিয়েছিলেন, ইমরুলের চেয়ে তিনিই মাঠে বেশি সক্রিয় ছিলেন। ম্যাচ শেষে ইমরুল নিজেই জানালেন, ‘টিম যখন ভালো করে তখন ভালো লাগে, তখন তো ভালো লাগেই। সবাই ভালোই বলে। আর তামিম ও আমি দুজনেই অনেক কথা বলেছি। বলা যায় অনেক কিছু আলোচনা করেছি। আমি আজকে আরেকটু ডাউন ছিলাম, ও সেটা সামাল দিয়েছে। আমরা দুজন মিলে আজকে কাজটা কাভার করার চেষ্টা করেছি। ’

    ইমরুল অবশ্য পরে জানালেন, আজ তাঁর চোটের জন্য খেলারই কথা ছিল না, ‘ইনজুরি আসলে পিঠে ছিল। আজকে আমার খেলার কথা ছিল না। পেইন কিলার নিয়ে খেলেছি। আর দুইটা তিনটা দিন রেস্ট আছে, আশা করি বিশ্রাম নিয়ে ফিট হয়ে ফিরতে পারব।’ সংবাদ সম্মেলনে আসার পরও ব্যথার কথা বলছিলেন। কাজটা আজ তাই তামিমই সামাল দিয়েছেন।

    আজকের ম্যাচে একটু অন্যরকম হিসেবও ছিল। রংপুরের বিপক্ষে আগের দুই ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল কুমিল্লা, অলআউট হয়ে গিয়েছিল একশর নিচে। আজ উইকেট সেরকম ব্যাটিং সহায়ক না হওয়ার পরেও ১৬৫ রান তাড়া করেছে দারুণভাবেই। ইমরুল জানালেন, আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার পরিকল্পনা করেই নেমেছেন, ‘আমরা আগের দুইটা ম্যাচ রংপুরের সঙ্গে ভালো করতে পারিনি। আজ আমরা পরিকল্পনা করেই নেমেছিলাম, যেটা শেষ পর্যন্ত আমরা কাজে লাগাতে পেরেছি। আগে যেটা হয়েছে প্রথম ছয় ওভারে তিন চারটা উইকেট পড়ে গেছে। আজকে আমরা ঠিক করেছি, প্রথম ছয় ওভার ৩০-৪০ করলেও যাতে উইকেট না যায়। আর প্ল্যান ছিল টপ অর্ডারে কোনো ব্যাটসম্যান থাকলে সে যেন শেষ করে আসে, যেটা এভিন লুইস করতে পেরেছে। ’

    ফাইনালের আগে বড় একটা সুবিধা হচ্ছে, তিন দিনের একটা বিরতি পাচ্ছে কুমিল্লা। ইমরুল এটা দলের জন্য ভালো একটা দিক হিসেবেই দেখছেন, ‘ শারীরিকভাবে তো সাহায্য করবে, মানসিকভাবেও  করতে পারে। তিনটা দিন বিরতি পেলে সবাই পুরোপুরি বিশ্রাম নিয়ে ফিরতে পারবে। সেটা সবার জন্য অনেক কাজে দেবে। ’