• " />

     

    সবাই মিলে ১০ রান, অল-আউট

    সবাই মিলে ১০ রান, অল-আউট    

    ১১ জন ব্যাটার। দলের রান ১০। 

    অদ্ভুত এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ‘ইনডিজেনাস ক্রিকেট চ্যাম্পিয়নশিপে’। নিউ সাউথ ওয়েলসের মেয়েদের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচে ১০.২ ওভারে ১০ রানেই গুটিয়ে গেছে সাউথ অস্ট্রেলিয়ার মেয়েরা। 

     

     

    আলব্রেখট ওভালে প্রথমে ব্যাটিং করেছিল সাউথ অস্ট্রেলিয়া। এক ওপেনার ফেবি ম্যানসেল ছাড়া রানের দেখা পাননি কেউই। ম্যানসেলের পর সাউথ অস্ট্রেলিয়ার স্কোরকার্ড ছিল এমন- ০, ০,০………….. মোট ১০টি শুন্য! ম্যানসেলের ৪ রান বাদে বাকি ৬ রান এসেছে ওয়াইড থেকে। সে ওয়াইডের ‘কল্যাণেই’ দুই অঙ্ক ছুঁয়েছে সাউথ অস্ট্রেলিয়া। এসিয়া গোল্ডস্মিথ অপরাজিত ছিলেন শুন্য বলে শুন্য রানে। 

     

    অদ্ভুত সেই স্কোরকার্ড

    নিউ সাউথ ওয়েলস বোলার রোক্স্যান ভ্যান-ভিন তার দুই ওভারে ১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। নাওমি উডস বোলিং করেছেন ২ বল, উইকেট নিয়েছেন ২টি। মোট ৬২ বল খেলেছে সাউথ অস্ট্রেলিয়া। তাদের ছয়জন ব্যাটার হয়েছেন বোল্ড, দুইজন এলবিডব্লিউ। দুইজন দিয়েছেন ক্যাচ। 

    ১১ রানের লক্ষ্য তাড়া করতে নিউ সাউথ ওয়েলসের দরকার পড়েছে ১৫ বল। সাউথ অস্ট্রেলিয়ার সাফল্য, এই রানের সম্বল নিয়ে নিউ সাউথ ওয়েলসের ২ উইকেট নিয়েছে তারা। 

    ওপেনার দিমিতি প্যারটন প্রথম বলেই ডাক খেয়েছিলেন, তবে সাউথ অস্ট্রেলিয়ার ইনিংসের মতো কিছু আর ঘটেনি, আর একটি উইকেট যাওয়া ছাড়া।