• বিপিএল ২০১৯
  • " />

     

    একজন রাসেল বা ব্রাভোকে মিস করেছেন মাশরাফি

    একজন রাসেল বা ব্রাভোকে মিস করেছেন মাশরাফি    

    ‘সমস্যাটার’ কথা মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন বার বারই। ডি ভিলিয়ার্স আসার আগেই যেমন বলেছিলেন, ভারসাম্যের জায়গায় তাঁর দল রংপুর রাইডার্স বেশ পিছিয়ে আছে। দুই কোয়ালিফায়ারে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর সে কথাটা আবার বললেন, ব্রাভো বা রাসেলের মতো একজন বিশ্বমানের অলরাউন্ডারকে মিস করেছে রংপুর।

     

     

    গেইল পুরো টুর্নামেন্টজুড়েই ছিল ফ্লপ। রুশো ছিলেন ধারাবাহিক, হেলস আর ডি ভিলিয়ার্স জ্বলে ওঠার পর রংপুরকে জয় এনে দিয়েছেন শীর্ষ চার ব্যাটসম্যানই। কিন্তু হেলস-ডি ভিলিয়ার্স না থাকার পর সেই শুন্যতাটা আর পূরণ করতে পারেনি রংপুর। বিশেষ করে আজকের ম্যাচে রুশো-গেইল পর পর আউট হয়ে যাওয়ার স্কোরটা শেষ পর্যন্ত বড় হয়নি। মাশরাফি মনে করিয়ে  দিলেন, গত বছরও ভারসাম্যের এই সমস্যা ছিল রংপুরের, ‘ ড্রাফটে আমাদের কলে যারা ছিল, রুবেলকে ছেড়ে শফিউলকে পেয়েছি। গেইলকে রেখেছি, মিঠুনকে রেখেছি, এরপর এবি এসেছে, রুশো এসেছে। স্লট কিন্তু ব্যাটিংয়ে শেষ। আমাদের কোনো অলরাউন্ডার ছিল না। আমাদের টিমের ব্যালেন্সে একটা অলরাউন্ডারের অভাব ছিল শুরু থেকে। এটা আপনি যদি খেয়াল করে দেখবেন যে আগের বছরও ছিল। আমরা জিয়াকে দিয়ে বা গাজীকে দিয়ে ওপেন করিয়েছি। আমি তিনে নেমেছি।  এরকম সমস্যা এবারও হয়েছে।’

    বিশেষ করে কুমিল্লা বা ঢাকায় যেমন থিসারা-আফ্রিদি বা সাকিব-নারাইন-রাসেলদের কথা আলাদা করে মনে করিয়ে দিলেন মাশরাফি, ‘অন্য দলে যেমন আফ্রিদি বা থিসারা আছে, যারা সাতে ব্যাট করে। আমাদের দলে ওই জায়গায় আমি বা ফরহাদ রেজা নেমেছি। ওখানে আমাদের একটা বড় সমস্যা হয়েছে। যতক্ষণ এবি বা হেলস ছিল ততক্ষণ সমস্যা হয়নি। ওরা চলে যাওয়ার পর একটা সমস্যা হয়েছে। রাসেল বা ব্রাভোর মতো  বিদেশী একটা অলরাউন্ডার, বোলিং বা ব্যাটিংয়ে যারা টপ, ওদের কেউ তাহলে আমাদের সুযোগ থাকত।’

    দেশীরাও যে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি, সেটি নিয়েও আফসোস আছে মাশরাফির, ‘মিঠুন যেমন তিনে বা পাঁচে খেলেছে। যে স্লট ফাঁকা ছিল আমরা লোকালদের খেলিয়েছি। কিন্তু ওভাবে কাজে লাগাতে পারিনি। বিশেষ করে স্পিনাররা আমাদের ওভাবে সাহায্য করতে পারেনি, অন্য দল যেটা পেরেছে। আমাদের দল পেস নিয়েই এগিয়েছে, স্পিনের জায়গায় আমাদের একটা বড় সমস্যা ছিল।’

    বিশেষ করে গেইলের পুরো টুর্নামেন্টজুড়ে অনুজ্জ্বল থাকাটা কতটা প্রভাব ফেলেছে? মাশরাফি পুরো ব্যাপারটা দেখছেন তাদের দুর্ভাগ্য হিসেবে, ‘শুধু একজনকে নিয়ে খেলতে নামিনি গেইলের কাছ থেকে অবশ্যই বড় কিছু আশা ছিল। কিন্তু দায়িত্ব সবার ছিল। আমি ব্যাপারটা দুর্ভাগ্যই বলব। গেইল চেষ্টা করেছে সবভাবেই, অনুশীলনও করেছে। মানসিকভাবেও চেষ্টা করেছে। দুর্ভাগ্যই বলব, ও নিজের সেরাটা দিতে পারেনি। ’