• বিপিএল ২০১৯
  • " />

     

    টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে, মানলেন আইসিসি চেয়ারম্যান

    টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে, মানলেন আইসিসি চেয়ারম্যান    

    টেস্ট ক্রিকেটকে বাঁচাতে আইসিসির কত চেষ্টা। গোলাপী বলে দিবারাত্রির টেস্ট করা হয়েছে, চার দিনেও নামিয়ে আনা হয়েছে। এখন আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ করে আরেকটু আকর্ষণীয় করার চেষ্টা করা হচ্ছে। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও আজ স্বীকার করলেন, টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে। আর সেটা বাঁচাতেই নানান চেষ্টা করা হচ্ছে আইসিসির পক্ষ হতে।

     

     

    বিপিএল ফাইনাল দেখতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণে তিন  দিনের সফরে বাংলাদেশে  ঈছে। আজ দ্বিতীয় দিনে বিসিবির এক সংবর্ধনায় কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। একটু অবিশ্বাস্যই বটে, আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলা। সেখানেই স্বীকার করলেন, টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে, ‘আমরা চেষ্টা করছি টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আগ্রহটা জাগিয়ে তুলতে। সত্যি কথা হচ্ছে টেস্ট ক্রিকেট এখন মরে যাচ্ছে। সেটা করার জন্য আমরা অনেক রকম চেষ্টা করে যাচ্ছি। টেস্ট চ্যাম্পিয়নশিপ তারই একটি।’

    টি-টোয়েন্টিই যে ক্রিকেটের ভবিষ্যত, সেটিও মানলেন তিনি, ‘আপনি টিআরপি দেখুন, টি-টোয়েন্টির সবচেয়ে বেশি। মানুষের তো পাঁচ দিন ধরে টেস্ট দেখার সময় নেই। ১০টা-৫টা পর্যন্তই সবার কাজ আছে। টি-টোয়েন্টি হচ্ছে সিনেমার মতো, আপনি ৩.৫ ঘণ্টায় একটা সিনেমার মতো দেখে শেষ করে ফেলবেন।’

    ক্রিকেট কেন অলিম্পিকে অন্তভুর্ক্ত হয়নি, আইসিসি চেয়ারম্যানের কাছে সেই প্রশ্নও উঠল। এবারো মনোহরের অকাট্য উত্তর, ‘দেখুন, বেশ কিছু দেশ এখনো অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঠিক নিশ্চিত নয়। অলিম্পিক ১৫ দিন ধরে হয়। এখন ১৫ দিনের মধ্যে ক্রিকেট শেষ করতে হলে আপনার চারটি স্টেডিয়াম লাগবে। অলিম্পিক তো ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বাইরেও হয়। ’