এই ফুটবলারের নামেই আছে বছরের বারো মাস!
যেখানেই খেলতে যান, সবাই প্রথমে একটা ব্যাপার নিয়েই জিজ্ঞাসা করে। আপনার এই অদ্ভুত নামের মাহাত্যটা আসলে কী? কলম্বিয়ার ইফমামজাসন্ড গঞ্জালেজ হয়ত উত্তরটা দিতে দিতে ক্লান্তই হয়ে গেছেন! তাঁর নাম নিয়ে সবার কৌতূহলের একটা বিশেষ কারণ অবশ্য আছে। তাঁর নামের মাঝেই যে লুকিয়ে আছে বছরের বারো মাসের নাম!
একজনের নামের মাঝে কীভাবে বারো মাসের নাম থাকা সম্ভব? আসলে ‘ইফমামজাসন্ড’ নামে আছে ১২টি অক্ষর। প্রতিটি অক্ষরই স্প্যানিশ বারো মাসের নামের প্রথম অক্ষর! তাঁর নামের ই দিয়ে ইনেরো(জানুয়ারি), এফ দিয়ে ফেবেরো(ফেব্রুয়ারি), এম দিয়ে মারজো(মার্চ), এ দিয়ে এব্রিল(এপ্রিল), এম দিয়ে মায়ো(মে), জে দিয়ে জুনিও(জুন), জে দিয়ে জুলিও(জুলাই), এ দিয়ে আগস্তো( আগস্ট), এস দিয়ে সেপ্টিমব্রে(সেপ্টেম্বর), ও দিয়ে অক্টুবর(অক্টোবর), এন দিয়ে নভিমব্রে (নভেম্বর) ও ডি দিয়ে হয় ডিসিমব্রে( ডিসেম্বর)।
‘ইফমামজাসন্ড’ নামের অর্থ যখন কেউ জানতে চান, ২০ বছর বয়সী গঞ্জালেজকে প্রতিবারই এই ব্যাখ্যাটা দিতে হয়। এই ঝামেলা এড়াতেই নিজের ডাক নাম হ্যাসন্ডেই বেশি পরিচিত হতে চান তিনি।
দুই বছর আগে কলম্বিয়ার অ্যাটলেটিক ন্যাশিওনালের হয়ে দারুণ পারফর্ম করে আলোচনায় এসেছিলেন হ্যাসন্ড। কিছুদিন আগে আর্জেন্টিনায় এসেছেন স্যান লরেঞ্জো ক্লাবে সুযোগ পাওয়ার জন্য। আর্জেন্টিনাতে নিয়মিত ট্রায়ালও দিয়ে যাচ্ছেন তিনি। অদ্ভুত নাম নয়, সবাই তাকে চিনবে ভালো খেলার কারণেই, এমনটাই প্রত্যাশা হ্যাসন্ডের।