• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'অজেয়' বার্সেলোনার মতো হতে চায় সিটি: গার্দিওলা

    'অজেয়' বার্সেলোনার মতো হতে চায় সিটি: গার্দিওলা    

    গতবার রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তাঁরা। এবার মৌসুমের মাঝপথে এসে কিছুটা খেই হারিয়ে ফেলেছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ কয়েক ম্যাচে দেখা গেছে সেই পুরনো সিটিকে। কাল ইতিহাদে চেলসিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সিটিজেনরা। কোচ পেপ গার্দিওলা বলছেন, এই সিটির লক্ষ্য অনেকটাই সেই ‘অজেয় বার্সেলোনার’ মতো হওয়া।

    পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনা হয়ে উঠেছিল অজেয়। এক মৌসুমে সব শিরোপা জিতে অনন্য এক রেকর্ডও গড়েছিলেন লিওনেল মেসিরা। সেই বার্সার মতো হতে চায় সিটিজেনরাও, জানালেন গার্দিওলা, ‘বার্সা যেমন অবিশ্বাস্য ফুটবল খেলেছিল, সিটিও সেটা করতে চায়। ১০০ পয়েন্ট পাওয়া, সব রেকর্ড ভাঙা, অজেয় হওয়া; সবই আমরা করতে চাই। এই দলটার সবাই সবকিছু জিততে চায়। তবে জিততে হলে সবাইকে আরও বেশি পরিশ্রম করতে হবে।’

    লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। নিজেদের পরের ম্যাচে জিতলে আবার শীর্ষে ফিরবে লিভারপুল। তবে ক্লপের দলের ওপর চাপটা বজায় রাখতে বদ্ধ পরিকর গার্দিওলা, ‘নিউক্যাসেলের বিপক্ষে আমরা হেরেছি মাত্র এক সপ্তাহ আগে। আর এই অল্প কয়েকদিনের মাঝেই কতকিছু পাল্টে গেছে! ফুটবলে আপনাকে ধৈর্য রাখতে হবে। সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। আমরা সবসময় লিভারপুলের ওপর চাপটা ধরে রাখতে চাই।’

    প্রিমিয়ার লিগের শীর্ষস্থান নিয়ে চলছে ‘মিউজিক্যাল চেয়ার’। সিটি না লিভারপুল, শেষ পর্যন্ত কার ঘরে যায় শিরোপা, সেটার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস।